বাংলা

আকাশ ছুঁতে চাই পর্ব ৮৯

cmgPublished: 2022-09-01 19:34:31
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বৃদ্ধবাবামা এবং নিজের শিশুসন্তানের দায়িত্ব বহন করতে ইয়ানকে অনেক পরিশ্রম করতে হতো। তিনি সাহস করে নিজের বাড়ি বন্ধক দিয়ে ১ লাখ ইউয়ান পুঁজি জোগার করেন। ১৯৯৭ সালে প্রথম আপেলের চালান নিয়ে সাম্পানেই থাইল্যান্ড যান। তিনি মনে করেন, একজন পুরুষ যে কাজ পারে সেটি নারীও পারবে। ঝুঁকিটি তিনি নিয়েছিলেন সাহসের সঙ্গে।

বর্তমানে ইউননানের যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় কৃষি পণ্য সরবরাহ করা যায় সহজেই।

এরপর তিনি নিজের কৃষি কোম্পানি স্থাপন করেন। রসুন, মরিচ ও আদা বিদেশে রপ্তানি শুরু করেন। বর্তমানে ইয়ান সং একজন সফল উদ্যোগী নারী। তিনি তার সাহস ও পরিশ্রমের পুরস্কার উপভোগ করছেন। তার কোম্পানিতে এখন আরও অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে।

মিয়াও জাতির ঐতিহ্যকে জাগিয়ে তুলছেন যে নারী

চীনের ৫৬ জাতির অন্যতম হলো মিয়াও জাতি। এই জাতির রয়েছে সমৃদ্ধ লোকজ ঐতিহ্য। এই লোকজ ঐতিহ্যকে নতুনভাবে জাগিয়ে তুলেছেন এক নারী। এই নারী কিভাবে প্রতিষ্ঠা করলেন নিজের ফ্যাশন ব্র্যান্ড শুনবো সেই গল্প।

চীনের একটি সংখ্যালঘু জাতি হলো মিয়াও। এই জাতির কারুশিল্পের ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ। বিশেষ করে তাদের পোশাক ও অলংকার অত্যন্ত দৃষ্টিনন্দন ও কারুকার্যময়। মিয়াও জাতির বাটিক নকশার কাপড় বেশ বিখ্যাত। এই খ্যাতিকে নতুনভাবে উজ্জীবিত করেছেন এই জাতির এক নারী চাং চুয়ানচুয়ান। কুইচোও প্রদেশের আনশুন নামে এক ছোট্ট গ্রামীণ শহরে বাস করেন তিনি।

首页上一页123 3

Share this story on

Messenger Pinterest LinkedIn