আকাশ ছুঁতে চাই পর্ব ৮৫
এই বছর ৫০ হাজার ইউয়ানের বাচ্চা কাঁকড়া এখানে ছাড়া হয়েছে। চু আশা করছেন এখান থেকে ২০ টন কাঁকড়া পাওয়া যাবে। এইভাবে নিজের উদ্ভাবনী বুদ্ধিতে এলাকার মানুষের জীবনেও অর্থনৈতিক সমৃদ্ধি এনেছেন চু নিংনিং।
গান: একসঙ্গে চীনা স্বপ্ন গড়ে তুলি
সুপ্রিয় শ্রোতা এখন শুনুন শিল্পী লিয়াও ছাং ইয়ং এবং ইন সিও মেইয়ের কণ্ঠে একটি গান। গানটির শিরোনাম হলো, একসঙ্গে চীনা স্বপ্ন গড়ে তুলি।
আজ আর কথা নয়, আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমরা। আমাদের অনুষ্ঠান আপনারা সবসময় শুনতে পাবেন শর্ট ওয়েভ ৯ হাজার ৪শ ৯০ এবং শর্ট ওয়েভ ১১ হাজার ৬শ ১০ কিলোহার্টজে। আরও শুনতে পাবেন সিআরআই বাংলার ওয়েবসাইটে এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজে। জেনে নিন আমাদের ইমেইল অ্যাডরেস, cmg.bangla@gmail.com আমাদের ফেসবুক পেজ facebook.com/CRIbangla এবং facebook.com/CMGbangla এবং আমাদের সাক্ষাৎকারগুলো ইউটিউবে দেখতে পাবেন। youtube.com/CMGbangla.
আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়েন।
সার্বিক সম্পাদনা: ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী
লেখা, গ্রন্থনা, উপস্থাপনা : শান্তা মারিয়া
বিশ্বে বাংলাদেশকে তুলে ধরছেন বিশ্বপর্যটক নাজমুন নাহার, প্রতিবেদন রওজায়ে জাবিদা ঐশী
সাক্ষাৎকারটি লিপিবদ্ধ করা এবং কাঁকড়া চাষে সমৃদ্ধি আনলেন বুদ্ধিমতী চু নিংনিং প্রতিবেদন শান্তা মারিয়া
অডিও সম্পাদনা: রওজায়ে জাবিদা ঐশী ও শান্তা মারিয়া