আকাশ ছুঁতে চাই পর্ব ৮৫
বাংলাদেশের নারীরা অনেক দেশের তুলনায় এগিয়ে চলছেন বলেও মনে করেন তিনি। তবে নারীর নিরাপত্তার প্রশ্নে তিনি অন্য দেশের উদাহরণ দেন। তিনি অনেক দেশেই নারীর নিরাপত্তার বিষয়টি দেখেছেন। সেসব দেশে নারী খুবই নিরাপদ। বাংলাদেশের নারীদের প্রতি তার পরামর্শ হলো, ‘সাহস করে এগিয়ে যেতে হবে। যেভাবে জীবন যাপন করতে চান সেটা করুন। নিজের পরিকল্পনাকে সাহসের সঙ্গে বাস্তবায়ন করুন। ‘
কাঁকড়া চাষে সমৃদ্ধি আনলেন বুদ্ধিমতী চু নিংনিং
উদ্ভাবনী চিন্তা দিয়ে নিজের ও এলাকার মানুষের ভাগ্য বদলে দিয়েছেন এক উদ্যোগী নারী। সিনচিয়াংয়ের বড় মরুভুমি তাকলামাকান এলাকায় একটি লেকে কাঁকড়া চাষ করে খামার গড়েছেন তিনি। চলুন শোনা যাক একটি প্রতিবেদন।
মরুভূমিতে কাঁকড়া চাষ করে নিজের ও আশপাশের মানুষের সমৃদ্ধি নিয়ে এসেছেন চু নিংনিং নামের এক নারী।
চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের সিনচিয়াংয়ে রয়েছে চীনের সবচেয়ে বড় মরুভূমি তাকলামাকান। মরুভূমির উত্তরপূর্ব প্রান্তে রয়েছে লপ নুর লেক। লেকের উৎপত্তি হয়েছে তারিম নদী থেকে।
লপ নুর লেকের কাঁকড়া বিখ্যাত। এখানে কাঁকড়া চাষ করে স্থানীয় অধিবাসীরা অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করেছেন।
লেক অঞ্চলের পরিবেশ উন্নয়ন বা ইকোলজিকাল ডেভেলপমেন্টের ফলে এই লেকে মিঠাপানির মাছ চাষ ও কাঁকড়া চাষ সম্ভব হচ্ছে। ২০১৪ সালে চু নিংনিং একটি মিঠা পানির মাছের খামার প্রতিষ্ঠা করেন। ইয়ুলি নামের এই খামার এই অঞ্চলে কঁকাড়া চাষের সূচনা করে। চু নিংনিং লপ নুর লেকে কঁাকড়াদের স্বাধীনভাবে বড় হওয়ার জন্য ছেড়ে দেন। তারিম নদী এখানে মিঠা পানি বয়ে আনে।