বাংলা

আকাশ ছুঁতে চাই পর্ব ৮৫

CMGPublished: 2022-08-04 17:59:29
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আকাশ ছুঁতে চাই পর্ব ৮৫

১. বিশ্বে বাংলাদেশকে তুলে ধরছেন বিশ্বপর্যটক নাজমুন নাহার

২. সাক্ষাৎকার : ‘নারীদের সাহস করে এগিয়ে যেতে হবে’

৩.কাঁকড়া চাষে সমৃদ্ধি আনলেন বুদ্ধিমতী চু নিংনিং

৪. গান: একসঙ্গে চীনা স্বপ্ন গড়ে তুলি।

চীন আন্তর্জাতিক বেতারের ঢাকা স্টেশন থেকে প্রচারিত আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। কেমন আছেন আপনারা? আশাকরি ভালো আছেন।

থাকব না কো বদ্ধ ঘরে, দেখব এবার জগৎটাকে। সাধারণত মনে করা হয় এটি পুরুষের জন্য প্রযোজ্য। কিন্তু বাঙালি একজন নারীও যে বিশ্ব পর্যটক হতে পারেন, অ্যাডভেঞ্চার করতে পারেন সেটি প্রমাণ করেছেন বিশ্ব পর্যটক নাজমুন নাহার।

বদ্ধ ঘরে না থেকে জগৎটাকে ঘুরে দেখার প্রত্যয় নিয়ে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে বিশ্ব দরবারে প্রতিনিয়ত তুলে ধরছেন নাজমুন নাহার। বিস্তারিত প্রতিবেদনে

বিশ্বে বাংলাদেশকে তুলে ধরছেন বিশ্বপর্যটক নাজমুন নাহার

বাংলাদেশের পতাকাবাহী প্রথম নারী পরিব্রাজক, যিনি এরই মধ্যে বিশ্বের ১৫৫ টি দেশ ভ্রমণ করার গৌরব অর্জন করেছেন। ১৫৫ তম দেশ তাজিকিস্তান ভ্রমনের মধ্য দিয়ে এই কৃতিত্ব অর্জন করেন নাজমুন নাহার। শুধু তাই নয়, শান্তির বার্তা নিয়ে বিশ্বের প্রথম মুসলিম নারী হিসেবে সর্বোচ্চ দেশ ভ্রমণের মাইলফলক সৃষ্টি করেছেন এই সাহসী নারী।

গত ২১ বছর ধরে স্বাধীন বাংলাদেশের এই লাল-সবুজের পতাকাকে বহন করে নাজমুন নাহার ছুটে চলেছেন পৃথিবীর এক দেশ থেকে আরেক দেশ। বিশ্ব দরবারে বাংলাদেশের সুনাম অক্ষুন্ন রেখে এভাবেই গৌরবের সঙ্গে বাংলাদেশকে পরিচয় করিয়ে দিচ্ছেন তিনি। এছাড়া বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতিকেও তিনি বিশ্বের দরবারে তুলে ধরছেন বিভিন্ন আঙ্গিকে।

২০০০ সালে প্রতিবেশি দেশ ভারতের ভুপালের পাঁচমারিতে 'ইন্ডিয়া ইন্টারন্যাশনাল এডভেঞ্চার প্রোগ্রামে অংশগ্রহণ করার মাধ্যমে তাঁর প্রথম বিশ্ব ভ্রমণের যাত্রা শুরু হয়। এর পর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক দেশ ভ্রমণ করে চলেন তিনি। ২০১৮ সালে শততম দেশ ভ্রমণের মাইলফলক অর্জন করেন।

তার এই দীর্ঘ বিশ্ব অভিযাত্রার পথটি এতোটা মসৃণ ছিল না। বহু প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে তাকে। তবুও থেমে যায়নি পথচলা।

তার এই বিশ্ব অভিযাত্রায় বিভিন্ন দেশের লক্ষাধিক শিশুর কাছে পরিচয় করিয়ে দেন পৃথিবীর বুকে এক টুকরো লাল সবুজের বাংলাদেশকে। মানুষের মাঝে বিশ্ব শান্তির বার্তা পৌঁছে দেয়া,পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি করা, বাল্য বিয়ে বন্ধসহ তরুণদের বিশ্বজয়ের অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন এই নির্ভিক নারী।

নাজমুন নাহার তাঁর কাজের জন্য যুক্তরাষ্ট্র থেকে 'পিস টর্চ বিয়ারার অ্যাওয়ার্ড', পিস রানার অ্যাওয়ার্ড, মিস আর্থ কুইন অ্যাওয়ার্ড অর্জন করেন।

পেয়েছেন যুক্তরাজ্যের স্পেশাল অ্যাওয়ার্ড। এছাড়া দেশের শীর্ষস্থানীয় সম্মাননা উইমেন ওয়ারিয়র অ্যাওয়ার্ড, ব্র্যান্ডিং বাংলাদেশ এওয়ার্ড, অনন্যা শীর্ষ দশ সম্মাননাসহ দেশ বিদেশের অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন নাজমুন নাহার।

চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নাজমুন নহার জানিয়েছেন অনেক অভিজ্ঞতার কথা। সাক্ষাৎকারটি নিয়েছেন রওজায়ে জাবিদা ঐশী।

নারীকে সাহস করে এগিয়ে যেতে হবে: নাজমুন নাহার

সাক্ষাৎকার:

বিশ্বপর্যটক নাজমুন নাহার সাক্ষাৎকারে তার জীবনের চমকপ্রদ সব অ্যাডভেঞ্চারের কথা তুলে ধরেন। তিনি একুশ বছর ধরে বিভিন্ন দেশে ভ্রমণ করছেন। বিভিন্ন রকম অভিজ্ঞতা হয়েছে তার। ইথিওপিয়া কেনিয়ার সীমান্তে ভয়ংকর অরণ্য পাড়ি দিয়েছেন। তাজিকিস্তানে দেখেছেন নারীদের অংশগ্রহণে বিশেষ বাজার এবং শিল্পসামগ্রীর প্রদর্শনী।

চীন ভ্রমণের অভিজ্ঞতাও তুলে ধরেন তিনি। বেইজিং, কুনমিং, কুয়াংচৌ ভ্রমণ করেছেন। কুনমিংয়ের স্টোন ফরেস্ট তাকে মুগ্ধ করে। চীনের সৌন্দর্যে তিনি মুগ্ধ হয়েছেন। তিনি বিভিন্ন দেশে সমাজ সচেতনতামূলক বার্তা বয়ে নিয়ে যান। বলেন, ‘আমি শুধু ভ্রমণের জন্য ভ্রমণ করি না। পরিবেশ রক্ষা, বাল্য বিয়ে বন্ধ, যুদ্ধ নয় শান্তি ইত্যাদি বার্তা পৌঁছে দেই।’

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn