আকাশ ছুঁতে চাই পর্ব ৮৪
১. নারীর কর্মসংস্থান সৃষ্টিতে সামাজিক বাধা দূর করতে হবে: মাহমুদা ইয়াসমীন, জিএম, কর্মসংস্থান ব্যাংক
২. হুইল চেয়ারেও থেমে নেই স্বপ্ন
৩. গান: ছিংহাই লেক
৪. হুদেজ শিনারের সুখী জীবন
৫. স্বর্ণজয়ী ক্রীড়াবিদ ফং বিন
চীন আন্তর্জাতিক বেতারের ঢাকা স্টেশন থেকে প্রচারিত আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। কেমন আছেন আপনারা? আশাকরি ভালো আছেন।
নারীর কর্মসংস্থান সৃষ্টিতে সামাজিক বাধা দূর করতে হবে: মাহমুদা ইয়াসমীন, জিএম, কর্মসংস্থান ব্যাংক
বাংলাদেশের নারীরা আত্মকর্মসংস্থানের মাধ্যমে অর্থনৈতিক ক্ষমতায়নের পথে এগিয়ে যাচ্ছেন। নারীদের আত্মকর্মসংস্থানে সহায়তা দিচ্ছে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। বাংলাদেশ সরকারের কর্মসংস্থান ব্যাংক দেশের বেকারত্ব দূর করে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। নারীর কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের ভূমিকা সম্পর্কে আজ আমরা কথা বলবো কর্মসংস্থান ব্যাংকের মহাব্যবস্থাপক মাহমুদা ইয়াসমীন বন্যার সঙ্গে। আমাদের অনুষ্ঠানে তাকে স্বাগত জানাই।
সাক্ষাৎকার
কর্মসংস্থান ব্যাংকের মহাব্যবস্থাপক মাহমুদা ইয়াসমীন বন্যা বলেন নারীদের আত্মকর্মসংস্থানের জন্য সরকারের পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপ রয়েছে। ক্ষুদ্র উদ্যোক্তা নারীদের সহজ শর্তে ঋণ দিয়ে তাকে কর্মসংস্থান ব্যাংক। এজন্য একজন নারীকে বাংলাদেশের নাগরিক এবং তার এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। ঋণ পরিশোধের জন্য একজন গ্যারান্টার প্রয়োজন হবে। নারীদের বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণেরও ব্যবস্থা রয়েছে। তবে নারীদের আত্মনির্ভরশীল হওয়ার ক্ষেত্রে বেশ কিছু সামাজিক বাধাও রয়েছে। তিনি বলেন, ‘নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে সামাজিক বাধা দূর করতে হবে’। বাল্যবিয়ে একটি বড় বাধা। নারীরা বাবার এবং স্বামীর সম্পত্তিতে ন্যায্য অধিকার থেকেও বঞ্চিত হয়। বিভিন্ন সামাজিক বৈষম্যেরও শিকার হয়। তিনি জানান, বর্তমানে বাংলাদেশের শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ মাত্র ৩২ শতাংশ। এখান থেকে উত্তরণের জন্য দরকার নারীর প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গীর পরিবর্তন। পেশাগত জীবনে নিজের সাফল্যের গল্পও বললেন বন্যা।
মহাব্যবস্থাপকের মতো একটি দায়িত্বশীল ও গুরুত্বপূর্ণ পদে পৌঁছানোর জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে তাকে। তবে তার পরিবারের সদস্যদের সহযোগিতা পেয়েছেন তিনি। বিশেষ করে মা এবং বোনের।
তিনি মনে করেন, একজন নারীকে এগিয়ে যেতে হলে অবশ্যই হতে হবে দৃঢ়চিত্ত, পরিশ্রমী এবং আন্তরিক।
হুইল চেয়ারেও থেমে নেই স্বপ্ন
হুইল চেয়ারে বসে নিজের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন চীনের সাহসী নারী হং ছানলিন। একটি সড়ক দুর্ঘটনা শারীরিকভাবে তাকে দমিয়ে দিতে চাইলেও দৃঢ় মনোবলের কারণে একটুও পেছনে ফেলতে পারেনি এই নারীকে। তাইতো নিজের কর্মদক্ষতাকে কাজে লাগাতে ছোট ছোট শিশুদের নাচ শিখিয়ে যাচ্ছেন তিনি। বিস্তারিত প্রতিবেদনে।
চলছে নাচের মহড়া। পূর্ব চীনের আনহুই প্রদেশের তংলিং শহরের একটি মঞ্চে নাচের মহড়া দিচ্ছেন ৩০ উর্ধ্ব বয়সের নারী হং ছানলিন। তিনি নাচের শিক্ষক হওয়ার স্বপ্ন দেখতেন। কিন্তু দশ বছর আগে একটি সড়ক দুর্ঘটনা তচনচ করে দেয় তার স্বপ্নকে। উচ্চ প্যারাপ্লিজিয়ায় দীর্ঘ দিন ভুগতে হয় তাকে।
কিন্তু ছানলিন জীবন যুদ্ধের এই যাত্রায় পেছু হটেননি। শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও প্রবল ইচ্ছে শক্তি দিয়ে এগিয়ে গেছেন তিনি।