বাংলা

আকাশ ছুঁতে চাই পর্ব ৮৪

CMGPublished: 2022-07-28 20:15:48
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

১. নারীর কর্মসংস্থান সৃষ্টিতে সামাজিক বাধা দূর করতে হবে: মাহমুদা ইয়াসমীন, জিএম, কর্মসংস্থান ব্যাংক

২. হুইল চেয়ারেও থেমে নেই স্বপ্ন

৩. গান: ছিংহাই লেক

৪. হুদেজ শিনারের সুখী জীবন

৫. স্বর্ণজয়ী ক্রীড়াবিদ ফং বিন

চীন আন্তর্জাতিক বেতারের ঢাকা স্টেশন থেকে প্রচারিত আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। কেমন আছেন আপনারা? আশাকরি ভালো আছেন।

নারীর কর্মসংস্থান সৃষ্টিতে সামাজিক বাধা দূর করতে হবে: মাহমুদা ইয়াসমীন, জিএম, কর্মসংস্থান ব্যাংক

বাংলাদেশের নারীরা আত্মকর্মসংস্থানের মাধ্যমে অর্থনৈতিক ক্ষমতায়নের পথে এগিয়ে যাচ্ছেন। নারীদের আত্মকর্মসংস্থানে সহায়তা দিচ্ছে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। বাংলাদেশ সরকারের কর্মসংস্থান ব্যাংক দেশের বেকারত্ব দূর করে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। নারীর কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের ভূমিকা সম্পর্কে আজ আমরা কথা বলবো কর্মসংস্থান ব্যাংকের মহাব্যবস্থাপক মাহমুদা ইয়াসমীন বন্যার সঙ্গে। আমাদের অনুষ্ঠানে তাকে স্বাগত জানাই।

সাক্ষাৎকার

কর্মসংস্থান ব্যাংকের মহাব্যবস্থাপক মাহমুদা ইয়াসমীন বন্যা বলেন নারীদের আত্মকর্মসংস্থানের জন্য সরকারের পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপ রয়েছে। ক্ষুদ্র উদ্যোক্তা নারীদের সহজ শর্তে ঋণ দিয়ে তাকে কর্মসংস্থান ব্যাংক। এজন্য একজন নারীকে বাংলাদেশের নাগরিক এবং তার এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। ঋণ পরিশোধের জন্য একজন গ্যারান্টার প্রয়োজন হবে। নারীদের বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণেরও ব্যবস্থা রয়েছে। তবে নারীদের আত্মনির্ভরশীল হওয়ার ক্ষেত্রে বেশ কিছু সামাজিক বাধাও রয়েছে। তিনি বলেন, ‘নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে সামাজিক বাধা দূর করতে হবে’। বাল্যবিয়ে একটি বড় বাধা। নারীরা বাবার এবং স্বামীর সম্পত্তিতে ন্যায্য অধিকার থেকেও বঞ্চিত হয়। বিভিন্ন সামাজিক বৈষম্যেরও শিকার হয়। তিনি জানান, বর্তমানে বাংলাদেশের শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ মাত্র ৩২ শতাংশ। এখান থেকে উত্তরণের জন্য দরকার নারীর প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গীর পরিবর্তন। পেশাগত জীবনে নিজের সাফল্যের গল্পও বললেন বন্যা।

মহাব্যবস্থাপকের মতো একটি দায়িত্বশীল ও গুরুত্বপূর্ণ পদে পৌঁছানোর জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে তাকে। তবে তার পরিবারের সদস্যদের সহযোগিতা পেয়েছেন তিনি। বিশেষ করে মা এবং বোনের।

তিনি মনে করেন, একজন নারীকে এগিয়ে যেতে হলে অবশ্যই হতে হবে দৃঢ়চিত্ত, পরিশ্রমী এবং আন্তরিক।

হুইল চেয়ারেও থেমে নেই স্বপ্ন

হুইল চেয়ারে বসে নিজের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন চীনের সাহসী নারী হং ছানলিন। একটি সড়ক দুর্ঘটনা শারীরিকভাবে তাকে দমিয়ে দিতে চাইলেও দৃঢ় মনোবলের কারণে একটুও পেছনে ফেলতে পারেনি এই নারীকে। তাইতো নিজের কর্মদক্ষতাকে কাজে লাগাতে ছোট ছোট শিশুদের নাচ শিখিয়ে যাচ্ছেন তিনি। বিস্তারিত প্রতিবেদনে।

চলছে নাচের মহড়া। পূর্ব চীনের আনহুই প্রদেশের তংলিং শহরের একটি মঞ্চে নাচের মহড়া দিচ্ছেন ৩০ উর্ধ্ব বয়সের নারী হং ছানলিন। তিনি নাচের শিক্ষক হওয়ার স্বপ্ন দেখতেন। কিন্তু দশ বছর আগে একটি সড়ক দুর্ঘটনা তচনচ করে দেয় তার স্বপ্নকে। উচ্চ প্যারাপ্লিজিয়ায় দীর্ঘ দিন ভুগতে হয় তাকে।

কিন্তু ছানলিন জীবন যুদ্ধের এই যাত্রায় পেছু হটেননি। শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও প্রবল ইচ্ছে শক্তি দিয়ে এগিয়ে গেছেন তিনি।

তার এই পথ মোটেই সহজ ছিল না। ২০২২ সালের এপ্রিলে তংলিং শহরের একটি নাচের স্কুলে সহকারী শিক্ষক হিসেবে যোগ দিলেন তিনি। চাকার উপর বসে নাচের প্রশিক্ষণ তার জীবনকে সমৃদ্ধ করে এবং তাকে আত্মবিশ্বাসের অনুভূতি দেয়। অভিজ্ঞতা কাজে লাগানোর পাশাপাশি ছোট্ট শিশুদের সঙ্গে মনের ভাব প্রকাশ এবং সময় কাটাতেই পছন্দ করেন ছানলিন। জীবন যুদ্ধে এভাবেই ধাপে ধাপে এগিয়ে যাচ্ছেন স্রোতের বিপরীতে থাকা ছানলিন।

গান: ছিংহাই লেক

চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল ইনার মঙ্গোলিয়ার রয়েছে সমৃদ্ধ সংস্কৃতি। ইনার মঙ্গোলিয়ার সংস্কৃতি, লোকজ রীতি, লোকসংগীতকে তুলে ধরে খ্যতি পেয়েছে মিউজিক ব্যান্ড হায়া। ২০০৭ সালে এই ব্যান্ড যাত্রা শুরু করে তাদের প্রথম অ্যালবাম উলফ টোটেমের মাধ্যমে। এই অ্যালবামটি ১৯তম গোল্ডেন মেলোডি অ্যাওয়ার্ডের আসরে সেরা ক্রস বর্ডার মিউজিক অ্যালবাম সম্মাননা অর্জন করে। চায়নিজ মিউজিক অ্যাওয়ার্ড আসরে হায়া ব্যান্ড বেস্ট এথনিক মিউজিক আর্টিস্ট অ্যাওয়ার্ডও পেয়েছে। গোল্ডেন মেলোডির একাধিক আসরে জয় করেছে সম্মাননা। এখন আমরা শুনবো হায়া ব্যান্ডের একটি বিখ্যাত গান, ‘ছিংহাই লেক’। এই গানে ইনার মঙ্গোলিয়ার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলা হয়েছে।

হুদেজ শিনারের সুখী জীবন

সিনচিয়াংয়ের নতুন যুগের তরুণীদের জীবন অতীতের চেয়ে অনেকটাই অন্যরকম। তারা এখন বিশ্ববিদ্যালয়ে শিক্ষাগ্রহণ করছেন। গ্রহণ করছেন বিভিন্ন পেশা। এমনি একজন তরুণী হুদেজ শিনার।

চীনের উইগুর স্বায়ত্বশাসিত অঞ্চল সিনচিয়াংয়ের নতুন যুগের তরুণী হুদেজ শিনার। তিনি একজন উইগুর মুসলিম নারী। তিনি সিনচিয়াংয়ের ফুহাই কাউন্টিতে বাস করেন। বাবা মা ও বড়ভাইকে নিয়ে সুখী জীবন হুদেজ শিনারের। উত্তর পূর্ব চীনের তালিয়ান শহরে তালিয়ান ইউনিভারসিটি অব ফরেন ল্যাঙ্গুয়েজে ভর্তি হয়েছেন শিনার। বিদেশি ভাষা বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করবেন তিনি।

চমৎকার সাজানো গোছানো একটি অ্যাপার্টমেন্টে বাস করেন শিনার ও তার পরিবারের সদস্যরা।

শিনারের মা একজন গৃহবধূ। তিনি আগের যুগের নারীদের মতোই কেবল ঘর গৃহস্থালিতে জীবন কাটিয়েছেন। শিনারের বাবা একজন চাকুরিজীবী। তিনি গাড়ি কেনার পরিকল্পনা নিয়েছেন। তাই গাড়ি চালানো শিখছেন তিনি। শিনারের বড়ভাই ফুটবল খেলোয়াড়। ট্রেনিং ক্যাম্পে প্রায়ই তাকে চীনের বিভিন্ন স্থানে যেতে হয়। বড়ভাইয়ের সঙ্গে খুব বন্ধুত্ব শিনারের। বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য শিনারকে সবচেয়ে উৎসাহ দিচ্ছেন বড়ভাই।

তালিয়ান বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পর শিনার চান নিজের জীবনকে কর্মময় করে গড়ে তুলতে।

স্বর্ণজয়ী ক্রীড়াবিদ ফং বিন

যুক্তরাষ্ট্রে চলমান ওয়ার্ল্ড আ্যথলেটিকস চ্যাম্পিয়নশিপে নারীদের ডিসকাস থ্রো প্রতিযোগিতায় স্বর্ণজয় করে সবাইকে চমকে দিয়েছেন চীনের নারী ফং বিন। ২৮ বছর বয়সী ফং ডিসকাস থ্রোতে বিশ্ব চ্যাম্পিয়ন টাইটেল অর্জন করে তার দেশের জন্য বয়ে আনলেন গৌরব। তিনি ৬৯.১২ মিটার দূরে ডিসকাস থ্রো করেন যা তার আগের রেকর্ডকেও ছাড়িয়ে যায়।

ফং এই ইভেন্টে ছিলেন তার দেশের একমাত্র প্রতিনিধি। এর আগে ২০১১ সালে উইমেন’স ডিসকাস থ্রোতে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন চীনের লি ইয়ানফং।

এক দশক পরে দেশকে এই ইভেন্টে বিশ্বজয়ীর খেতাব এনে দেয়া ফং বিন মনে করেন নিরন্তর কঠোর অনুশীলনই তাকে আজকের এই সাফল্য এনে দিয়েছে।

আজ আর কথা নয়, আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমরা। আমাদের অনুষ্ঠান আপনারা সবসময় শুনতে পাবেন শর্ট ওয়েভ ৯ হাজার ৪শ ৯০ এবং শর্ট ওয়েভ ১১ হাজার ৬শ ১০ কিলোহার্টজে। আরও শুনতে পাবেন সিআরআই বাংলার ওয়েবসাইটে এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজে। জেনে নিন আমাদের ইমেইল অ্যাডরেস, cmg.bangla@gmail.com আমাদের ফেসবুক পেজ facebook.com/CRIbangla এবং facebook.com/CMGbangla এবং আমাদের সাক্ষাৎকারগুলো ইউটিউবে দেখতে পাবেন। youtube.com/CMGbangla.

আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়েন।

সার্বিক সম্পাদনা: ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী

লেখা, গ্রন্থনা, উপস্থাপনা : শান্তা মারিয়া

হুইল চেয়ারেও থেমে নেই স্বপ্ন, প্রতিবেদন রওজায়ে জাবিদা ঐশী

হুদেজ শিনারের সুখী জীবন এবং স্বর্ণজয়ী ক্রীড়াবিদ ফং বিন : প্রতিবেদন শান্তা মারিয়া

অডিও সম্পাদনা: রওজায়ে জাবিদা ঐশী ও শান্তা মারিয়া

Share this story on

Messenger Pinterest LinkedIn