বাংলা

আকাশ ছুঁতে চাই পর্ব ৮৪

CMGPublished: 2022-07-28 20:15:48
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

তার এই পথ মোটেই সহজ ছিল না। ২০২২ সালের এপ্রিলে তংলিং শহরের একটি নাচের স্কুলে সহকারী শিক্ষক হিসেবে যোগ দিলেন তিনি। চাকার উপর বসে নাচের প্রশিক্ষণ তার জীবনকে সমৃদ্ধ করে এবং তাকে আত্মবিশ্বাসের অনুভূতি দেয়। অভিজ্ঞতা কাজে লাগানোর পাশাপাশি ছোট্ট শিশুদের সঙ্গে মনের ভাব প্রকাশ এবং সময় কাটাতেই পছন্দ করেন ছানলিন। জীবন যুদ্ধে এভাবেই ধাপে ধাপে এগিয়ে যাচ্ছেন স্রোতের বিপরীতে থাকা ছানলিন।

গান: ছিংহাই লেক

চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল ইনার মঙ্গোলিয়ার রয়েছে সমৃদ্ধ সংস্কৃতি। ইনার মঙ্গোলিয়ার সংস্কৃতি, লোকজ রীতি, লোকসংগীতকে তুলে ধরে খ্যতি পেয়েছে মিউজিক ব্যান্ড হায়া। ২০০৭ সালে এই ব্যান্ড যাত্রা শুরু করে তাদের প্রথম অ্যালবাম উলফ টোটেমের মাধ্যমে। এই অ্যালবামটি ১৯তম গোল্ডেন মেলোডি অ্যাওয়ার্ডের আসরে সেরা ক্রস বর্ডার মিউজিক অ্যালবাম সম্মাননা অর্জন করে। চায়নিজ মিউজিক অ্যাওয়ার্ড আসরে হায়া ব্যান্ড বেস্ট এথনিক মিউজিক আর্টিস্ট অ্যাওয়ার্ডও পেয়েছে। গোল্ডেন মেলোডির একাধিক আসরে জয় করেছে সম্মাননা। এখন আমরা শুনবো হায়া ব্যান্ডের একটি বিখ্যাত গান, ‘ছিংহাই লেক’। এই গানে ইনার মঙ্গোলিয়ার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলা হয়েছে।

হুদেজ শিনারের সুখী জীবন

সিনচিয়াংয়ের নতুন যুগের তরুণীদের জীবন অতীতের চেয়ে অনেকটাই অন্যরকম। তারা এখন বিশ্ববিদ্যালয়ে শিক্ষাগ্রহণ করছেন। গ্রহণ করছেন বিভিন্ন পেশা। এমনি একজন তরুণী হুদেজ শিনার।

চীনের উইগুর স্বায়ত্বশাসিত অঞ্চল সিনচিয়াংয়ের নতুন যুগের তরুণী হুদেজ শিনার। তিনি একজন উইগুর মুসলিম নারী। তিনি সিনচিয়াংয়ের ফুহাই কাউন্টিতে বাস করেন। বাবা মা ও বড়ভাইকে নিয়ে সুখী জীবন হুদেজ শিনারের। উত্তর পূর্ব চীনের তালিয়ান শহরে তালিয়ান ইউনিভারসিটি অব ফরেন ল্যাঙ্গুয়েজে ভর্তি হয়েছেন শিনার। বিদেশি ভাষা বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করবেন তিনি।

চমৎকার সাজানো গোছানো একটি অ্যাপার্টমেন্টে বাস করেন শিনার ও তার পরিবারের সদস্যরা।

শিনারের মা একজন গৃহবধূ। তিনি আগের যুগের নারীদের মতোই কেবল ঘর গৃহস্থালিতে জীবন কাটিয়েছেন। শিনারের বাবা একজন চাকুরিজীবী। তিনি গাড়ি কেনার পরিকল্পনা নিয়েছেন। তাই গাড়ি চালানো শিখছেন তিনি। শিনারের বড়ভাই ফুটবল খেলোয়াড়। ট্রেনিং ক্যাম্পে প্রায়ই তাকে চীনের বিভিন্ন স্থানে যেতে হয়। বড়ভাইয়ের সঙ্গে খুব বন্ধুত্ব শিনারের। বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য শিনারকে সবচেয়ে উৎসাহ দিচ্ছেন বড়ভাই।

তালিয়ান বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পর শিনার চান নিজের জীবনকে কর্মময় করে গড়ে তুলতে।

স্বর্ণজয়ী ক্রীড়াবিদ ফং বিন

যুক্তরাষ্ট্রে চলমান ওয়ার্ল্ড আ্যথলেটিকস চ্যাম্পিয়নশিপে নারীদের ডিসকাস থ্রো প্রতিযোগিতায় স্বর্ণজয় করে সবাইকে চমকে দিয়েছেন চীনের নারী ফং বিন। ২৮ বছর বয়সী ফং ডিসকাস থ্রোতে বিশ্ব চ্যাম্পিয়ন টাইটেল অর্জন করে তার দেশের জন্য বয়ে আনলেন গৌরব। তিনি ৬৯.১২ মিটার দূরে ডিসকাস থ্রো করেন যা তার আগের রেকর্ডকেও ছাড়িয়ে যায়।

ফং এই ইভেন্টে ছিলেন তার দেশের একমাত্র প্রতিনিধি। এর আগে ২০১১ সালে উইমেন’স ডিসকাস থ্রোতে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন চীনের লি ইয়ানফং।

এক দশক পরে দেশকে এই ইভেন্টে বিশ্বজয়ীর খেতাব এনে দেয়া ফং বিন মনে করেন নিরন্তর কঠোর অনুশীলনই তাকে আজকের এই সাফল্য এনে দিয়েছে।

আজ আর কথা নয়, আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমরা। আমাদের অনুষ্ঠান আপনারা সবসময় শুনতে পাবেন শর্ট ওয়েভ ৯ হাজার ৪শ ৯০ এবং শর্ট ওয়েভ ১১ হাজার ৬শ ১০ কিলোহার্টজে। আরও শুনতে পাবেন সিআরআই বাংলার ওয়েবসাইটে এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজে। জেনে নিন আমাদের ইমেইল অ্যাডরেস, cmg.bangla@gmail.com আমাদের ফেসবুক পেজ facebook.com/CRIbangla এবং facebook.com/CMGbangla এবং আমাদের সাক্ষাৎকারগুলো ইউটিউবে দেখতে পাবেন। youtube.com/CMGbangla.

আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়েন।

সার্বিক সম্পাদনা: ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী

লেখা, গ্রন্থনা, উপস্থাপনা : শান্তা মারিয়া

হুইল চেয়ারেও থেমে নেই স্বপ্ন, প্রতিবেদন রওজায়ে জাবিদা ঐশী

হুদেজ শিনারের সুখী জীবন এবং স্বর্ণজয়ী ক্রীড়াবিদ ফং বিন : প্রতিবেদন শান্তা মারিয়া

অডিও সম্পাদনা: রওজায়ে জাবিদা ঐশী ও শান্তা মারিয়া

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn