বাংলা

আকাশ ছুঁতে চাই ৮২

CMGPublished: 2022-07-14 17:42:13
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

হাইনানে উদ্যোক্তা নারীদের প্রতিযোগিতা

সম্প্রতি চীনের হাইনানে অনুষ্ঠিত হয়ে গেল উদ্ভাবন ও উদ্যোক্তা নারীদের প্রতিযোগিতা ২০২২। বর্তমান সময়ের প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে আরো উদ্যোক্তা তৈরি করা এবং নিজেদের জায়গা করে নিতে উদ্যোক্তাদের অনুপ্রাণিত করার লক্ষ্য নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এখান থেকে উঠে আসে বিভিন্ন রকম প্রস্তাবিত পরিকল্পনার কথাও। বিস্তারিত প্রতিবেদনে।

হাইনানের অবাধ বাণিজ্য বন্দরে উদ্ভাবন ও উদ্যোক্তা নারীদের প্রতিযোগিতা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। এর শিরোনাম হলো, হাইনান ফ্রি ট্রেড পোর্ট উইমেনস ইনোভেশন এবং এন্টারপ্রেনারশিপ প্রতিযোগিতা ২০২২।

গত মাসে দক্ষিণ চীনের হাইনানে এই প্রতিযোগিতা হয়। উদ্যোক্তা জগতে নিজেদের অবস্থানকে আরো শক্তিশালী করতে নারীদের অনুপ্রাণিত করাই এর উদ্দেশ্য।

একই সঙ্গে নারী উদ্যোক্তা সম্মেলনেরও আয়োজন করা হয়। এতে উদ্যোক্তা মেলাসহ নয়টি সাইডলাইন কার্যক্রম এবং গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা রাখতে নতুন নতুন ব্র্যান্ডকে সামনে নিয়ে আসার কর্মসূচি ঘোষণা করা হয়। এর আগে একটি সংবাদ সম্মেলন করে হাইনান উইমেনস ফেডারেশন।

চোং রুনচি, সচিব, হাইনান উইমেনস ফেডারেশন। তিনি বলেন, ‘ এই প্রতিযোগিতা একটি সংযোগ সেতু হিসাবে কাজ করবে। পরবর্তীতে পারস্পরিক বিনিময়, শিক্ষা, বাজার ব্যবস্থাপনা, প্রশিক্ষণ ও নীতি সহায়তাসহ বিভিন্ন পরিষেবা প্রদান করতে এটি সহায়তা করবে।’

প্রতিযোগিতাটি হাইনানের নেতৃস্থানীয় শিল্প এলাকাগুলোর চারপাশ ছাড়াও প্রদেশ্টির ডেল্টা অঞ্চল পর্যন্ত প্রসারিত করার পরিকল্পনা রয়েছে। সু চেনলিং ডেপুটি চেয়ারম্যান, হাইনান উইমেনস ফেডারেশন। তিনি বলেন, ‘ নতুন ব্যবসায়িক ফর্ম, নতুন শিল্পের বিকাশে কাজ করা, বিনিয়োগ বৃদ্ধি করা , মানসম্পন্ন প্রকল্পগুলোর প্রতি মানুষকে আকৃষ্ট করা এবং বেশ কয়েকটি বিশেষ শিল্পকে তৈরি করাই এই প্রকল্পের লক্ষ্য ।’

首页上一页123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn