আকাশ ছুঁতে চাই পর্ব ৭৭
কমিশনের মাতৃ ও শিশুস্বাস্থ্য বিভাগের প্রধান সুং লি জানান, ২০২১ সালে চীনে প্রতি লাখে মাতৃমৃত্যুর হার ছিল ১৬ দশমিক ১ শতাংশ। একই সময়ে নবজাতক ও পাঁচ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর হার যথাক্রমে প্রতি হাজারে ৫ এবং ৭ দশমিক ১-এ নেমে আসে। দু ক্ষেত্রে মৃত্যু হার ছিল এ যাবৎকালের সবচেয়ে কম।
তিনি জানান, দশ বছর আগের তুলনায় চীনের মাতৃমৃত্যুর হার, পাঁচ বছরের কম বয়সী শিশুদের মৃত্যহার এবং নবজাতকদের মৃত্যুর হার যথাক্রমে ৩৮ শতাংশ, ৫৮ শতাংশ এবং ৫৪ শতাংশ কমেছে।
সুং আরও জানান, নারী ও শিশুদের জন্য স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলা, এ সংক্রান্ত স্বাস্থ্যসেবার উন্নত করা এবং এই সেবাগুলোতে সমান প্রবেশগম্যতা নিশ্চিত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে চীনে।
সুপ্রিয় শ্রোতা আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমরা।
আমাদের অনুষ্ঠান আপনারা সবসময় শুনতে পাবেন শর্ট ওয়েভ ৯ হাজার ৪শ ৯০ এবং শর্ট ওয়েভ ১১ হাজার ৬শ ১০ কিলোহার্টজে। আরও শুনতে পাবেন সিআরআই বাংলার ওয়েবসাইটে এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজে। জেনে নিন আমাদের ইমেইল অ্যাডরেস, cmg.bangla@gmail.com আমাদের ফেসবুক পেজ facebook.com/CRIbangla এবং facebook.com/CMGbangla এবংআমাদের সাক্ষাৎকারগুলো ইউটিউবে দেখতে পাবেন। youtube.com/CMGbangla.
আজ এ পর্যন্তই। সুস্থ থাকুন ভালো থাকুন। আবার কথা হবে। চাই চিয়েন।
সার্বিক সম্পাদনা: ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী
লেখা, গ্রন্থনা, উপস্থাপনা : শান্তা মারিয়া
শ্রবণ প্রতিবন্ধীদের মেধার বিকাশ ঘটাচ্ছেন জিং স্যিয়াও মিয়াও, প্রতিবেদন: হাবিবুর রহমান অভি
মাতৃমৃত্যু, শিশুমৃত্যুর হার রেকর্ড পর্যায়ে নেমে এসেছে চীনে, প্রতিবেদন: শান্তা মারিয়া
অডিও সম্পাদনা: রওজায়ে জাবিদা ঐশী ও শান্তা মারিয়া