আকাশ ছুঁতে চাই ৭৫
ই রান তার দেশের রেলশিল্পে অনন্য অবদানের জন্য অনেক সম্মাননা পেয়েছেন। তিনি মনে করেন নারীরা ওয়েল্ডিংয়ের কাজে পুরুষের সমান পারদর্শী হতে পারে। শুধু নিজেকে নিয়োজিত করতে হবে এবং জয় করার দৃঢ় প্রত্যয় থাকতে হবে।
সুপ্রিয় শ্রোতা আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমরা।
আমাদের অনুষ্ঠান আপনারা সবসময় শুনতে পাবেন শর্ট ওয়েভ ৯ হাজার ৪শ ৯০ এবং শর্ট ওয়েভ ১১ হাজার ৬শ ১০ কিলোহার্টজে। আরও শুনতে পাবেন সিআরআই বাংলার ওয়েবসাইটে এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজে। জেনে নিন আমাদের ইমেইল অ্যাডরেস, cmg.bangla@gmail.com আমাদের ফেসবুক পেজ facebook.com/CRIbangla এবং facebook.com/CMGbangla এবংআমাদের সাক্ষাৎকারগুলো ইউটিউবে দেখতে পাবেন। youtube.com/CMGbangla.
আজ এ পর্যন্তই। সুস্থ থাকুন ভালো থাকুন। আবার কথা হবে। চাই চিয়েন।
সার্বিক সম্পাদনা: ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী
লেখা, গ্রন্থনা, উপস্থাপনা : শান্তা মারিয়া
ইউনিসেফের শুভেচ্ছা দূত বিদ্যা সিনহা মিম, প্রতিবেদন: রওজায়ে জাবিদা ঐশী
ওয়েল্ডিং পেশায় সফল নারী, প্রতিবেদন: শান্তা মারিয়া
অডিও সম্পাদনা: রওজায়ে জাবিদা ঐশী ও শান্তা মারিয়া