আকাশ ছুঁতে চাই ৭২
গত ২০ বছর ধরে তিনি প্রতিদিন ১০ ঘন্টা নৃত্যশিল্প চর্চা করেন। সিনচিয়াং হলো নৃত্য ও সংগীতের অঞ্চল।
আমাতজান বলেন ‘ উইগুর জাতির প্রায় প্রত্যেকেই নাচগানে পারদর্শী। আমি আমার নাচের মাধ্যমে বিভিন্ন জাতির মধ্যে সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধিতে আবদান রাখে চাই।’
আমাতজান তার দল নিয়ে বিশ্বের ৩০টিরও বেশি দেশে নৃত্য প্রদর্শন করেছেন এবং চীনা সংস্কৃতির মাধুর্য বিভিন্ন দেশের মানুষের কাছে পৌছে দিয়েছেন।
সুপ্রিয় শ্রোতা আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমরা।
আমাদের অনুষ্ঠান আপনারা সবসময় শুনতে পাবেন শর্ট ওয়েভ ৯ হাজার ৪শ ৯০ এবং শর্ট ওয়েভ ১১ হাজার ৬শ ১০ কিলোহার্টজে। আরও শুনতে পাবেন সিআরআই বাংলার ওয়েবসাইটে এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজে। জেনে নিন আমাদের ইমেইল অ্যাডরেস, cmg.bangla@gmail.com আমাদের ফেসবুক পেজ facebook.com/CRIbangla এবং facebook.com/CMGbangla এবংআমাদের সাক্ষাৎকারগুলো ইউটিউবে দেখতে পাবেন। youtube.com/CMGbangla.
আজ এ পর্যন্তই। সুস্থ থাকুন ভালো থাকুন। আবার কথা হবে। চাই চিয়েন।
সার্বিক সম্পাদনা: ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী
লেখা, গ্রন্থনা, উপস্থাপনা : শান্তা মারিয়া
বয়স কোন বাধা নয় এবং সিনচিয়াংয়ের অভিনয়শিল্পী আমাতজান, প্রতিবেদন: শান্তা মারিয়া
অডিও সম্পাদনা: রওজায়ে জাবিদা ঐশী