আকাশ ছুঁতে চাই ৭০
৩০ মার্চ শুরু হওয়া প্রদর্শনীটি চলবে জুনের ৮ তারিখ পর্যন্ত।
নারী ও শিশুদের জন্য স্বাস্থ্য নীতি গ্রহণ করছে চীন
সুপ্রিয় শ্রোতা, চীনের নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা বাড়ানোর জন্য একটি বড় পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদনে
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন (ন্যাশনাল হেলথ কমিশন) ২০৩০ সালের মধ্যে নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা বাড়ানোর জন্য অনেক বড় লক্ষ্যমাত্রা অর্জনের একটি বাস্তবায়ন পরিকল্পনা উন্মোচন করেছে।
পরিকল্পনা অনুসারে ২০৩০ সালের মধ্যে, প্রতি ১০০০ শিশুর চিকিৎসা প্রতিষ্ঠানে সেবাদানকারী শিশু বিশেষজ্ঞ এবং শয্যার গড় সংখ্যা যথাক্রমে ১.১২ এবং ৩.১৭-এ উন্নীত হবে।
পরিকল্পনায় বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সার্ভিকাল ক্যান্সার স্ক্রীনিং প্রাপ্ত যোগ্য মহিলাদের অনুপাত ৭০ শতাংশ ছাড়িয়ে যাবে, যখন মা থেকে শিশুতে এইচআইভি/এইডস সংক্রমণের হার ২ শতাংশের নিচে নেমে আসবে।
লক্ষ্য অর্জনের জন্য এই পরিকল্পনায় চিকিৎসার পাশাপাশি প্রতিরোধ ব্যবস্থাকে সমন্বয় করা হয়েছে। ঐতিহ্যবাহী চায়নিজ মেডিসিন এবং পাশ্চাত্যের ওষুধ উভয় পদ্ধতিই অন্তর্ভুক্ত রয়েছে।
এটি মাতৃ ও শিশুমৃত্যুর হার কমানো, বিবাহপূর্ব এবং প্রসবপূর্ব চিকিৎসা পরীক্ষার কভারেজ সম্প্রসারিত করা এবং শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে টিকাদান প্রচারাভিযান বৃদ্ধি সহ বিভিন্ন লক্ষ্য অর্জন করবে।
সুপ্রিয় শ্রোতা আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমরা।
আমাদের অনুষ্ঠান আপনারা সবসময় শুনতে পাবেন শর্ট ওয়েভ ৯ হাজার ৪শ ৯০ এবং শর্ট ওয়েভ ১১ হাজার ৬শ ১০ কিলোহার্টজে। আরও শুনতে পাবেন সিআরআই বাংলার ওয়েবসাইটে এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজে। জেনে নিন আমাদের ইমেইল অ্যাডরেস, cmg.bangla@gmail.com আমাদের ফেসবুক পেজ facebook.com/CRIbangla এবং facebook.com/CMGbangla এবংআমাদের সাক্ষাৎকারগুলো ইউটিউবে দেখতে পাবেন। youtube.com/CMGbangla.
আজ এ পর্যন্তই। সুস্থ থাকুন ভালো থাকুন। আবার কথা হবে। চাই চিয়েন।
সার্বিক সম্পাদনা: ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী
লেখা, গ্রন্থনা, উপস্থাপনা : শান্তা মারিয়া
চীনে নারীদের আরও ভাল আইনি সহায়তা দেওয়ার উদ্যোগ প্রতিবেদন: শিহাবুর রহমান
মেয়ের জন্য নক্ষত্র আনলেন ওয়াং ইয়া ফিং প্রতিবেদন রওজায়ে জাবিদা ঐশী
পেইন্টিংয়ে নারীর জীবন ও নারী ও শিশুদের জন্য স্বাস্থ্য নীতি গ্রহণ করছে চীন প্রতিবেদন শান্তা মারিয়া
অডিও সম্পাদনা: রওজায়ে জাবিদা ঐশী