বাংলা

আকাশ ছুঁতে চাই ৭০

CMGPublished: 2022-04-21 17:24:31
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নারী নির্মাতারা বেশি ধৈর্য্যশীল

১. নারী নির্মাতারা বেশি ধৈর্য্যশীল : নাসরীন ইসলাম, চলচ্চিত্র নির্মাতা

২. চীনে নারীদের আরও ভাল আইনি সহায়তা দেওয়ার উদ্যোগ

৩. গান: কাজাখ লোকগীতি

৪. মেয়ের জন্য নক্ষত্র আনলেন ওয়াং ইয়া ফিং

৫. পেইন্টিংয়ে নারীর জীবন

৬ নারী ও শিশুদের জন্য স্বাস্থ্য নীতি গ্রহণ করছে চীন

চীন আন্তর্জাতিক বেতারের ঢাকা স্টেশন থেকে প্রচারিত আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া ।

বর্তমানে বাংলাদেশের নারীরা বিভিন্ন পেশায় কৃতিত্বের পরিচয় দিচ্ছেন। তারা সাফল্য অর্জন করছেন সৃজনশীল বিভিন্ন কাজে। এমনি একজন সফল নারী ড. নাসরিন ইসলাম। তিনি বাংলাদেশের লোকসংগীতের উপর গবেষণা করে আন্তর্জাতিক খ্যাতি পেয়েছেন। তথ্যচিত্র নির্মাণে তিনি কৃতিত্বের পরিচয় দিয়েছেন এবং দেশীয় ও আন্তর্জাতিক সম্মাননা পেয়েছেন। আজ আমরা কথা বলবো তার সঙ্গে, শুনবো তার জীবনের গল্প। আমাদের অনুষ্ঠানে তাকে স্বাগত জানাই।

নারী নির্মাতারা বেশি ধৈর্য্যশীল : নাসরীন ইসলাম, চলচ্চিত্র নির্মাতা

সাক্ষাৎকার

ড. নাসরিন ইসলাম সাক্ষাৎকারে শোনান তার নির্মাতা হয়ে ওঠার গল্প। তার নির্মিত প্রথম তথ্যচিত্র হলো ‘স্বাধীনতার ডাক টিকেট’। ২০১৯ সালে মুক্তি পাওয়া এই চলচ্চিত্রে তিনি তুলে ধরেন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে স্বাধীন বাংলাদেশের ডাক টিকেট প্রকাশের সাহসী ও গৌরবজনক ইতিহাস। অনেক অজানা তথ্য প্রকাশ হয়েছে এই তথ্যচিত্রে। তিনি আরও নির্মাণ করেন তথ্যচিত্র ‘স্বাধীনতার পোস্টার’ এবং ‘রং তুলিতে মুক্তিযুদ্ধ’।

নারী নির্মাতাদের প্রসঙ্গে ড.নাসরিন ইসলাম বলেন, নারীরা সাধারণত অনেক ধৈর্যশীল। তাই তাদের পক্ষে ভালো চলচ্চিত্র নির্মাণ করা সম্ভব। তবে সেজন্য চাই একাগ্রতা ও এগিয়ে যাওয়ার মনোবল। তিনি মনে করেন নারী ও পুরুষ সকল নির্মাতাই যদি তার বিষয়বস্তু এবং কাজের বেলায় কমিটেড থাকেন তাহলে ভালো চলচ্চিত্র নির্মাণ করতে পারবেন।

চীনে নারীদের আরও ভাল আইনি সহায়তা দেওয়ার উদ্যোগ

মামলা-মোকদ্দমায় অসহায় নারীদের আইনী সহায়তা বৃদ্ধি করতে একটি বিশেষ কর্মসূচি শুরু করেছে চীনের সুপ্রিম পিপল’স প্রকিউরেটরেট এবং সর্বচীন নারী ফেডারেশন।

এই কর্মসূচি চলতি বছরের শেষ পর্যন্ত চলবে এবং কর্মসূচি চলাকালে নারীদের আইনী সহায়তা ও বিশেষজ্ঞ সেবার সুযোগ বাড়াতে প্রকিউরেটরিয়াল অঙ্গপ্রতিষ্ঠানগুলো নারী ফেডারেশনের সঙ্গে কাজ করবে।

দারিদ্র্যের মধ্যে ফিরে যাওয়ার ঝুঁকিতে থাকা গ্রামীণ নারী এবং পারিবারিক সহিংসতা, যৌন নিপীড়ন, পাচার ও অন্যান্য অপরাধের শিকার মহিলারা এ সহায়তা পাবেন।

এছাড়া গুরুতর অসুস্থ বা প্রতিবন্ধী নারী, সমর্থনহীন বয়স্ক মহিলা বা যাদের সহায়তাপ্রদানকারীরা এখন পর্যাপ্ত সাহায্য দিতে পারছেন না তারা এ সেবার আওতায় থাকবেন।

গান : কাজাখ লোকগীতি

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn