আকাশ ছুঁতে চাই পর্ব ৬৭
থিয়ান লি। তিনি বেইজিংয়ের একজন নকশা শিল্পী। চীনের একটি বিশেষ এমব্রয়ডারি শিল্প হলো চিং এমব্রয়ডারি। তিনি এই শিল্পের একজন উত্তরাধিকারী। তিনি একটি পারিবারিক প্রতিষ্ঠানও গড়ে তুলেছেন।
থাং রাজবংশের সময় থেকে ছিং রাজবংশের সময় পর্যন্ত এই নকশাকে বলা হতো ‘রাজকীয়’ বা ইম্পেরিয়াল এমব্রয়ডারি। শুধুমাত্র সম্রাটের পরিবার এবং অভিজাত বংশীয়রা চিং নকশা করা কাপড় পরতে পারতেন। এরমধ্যেও ড্রাগনের নকশা তোলা পোশাক শুধুমাত্র সম্রাট পরতেন। অন্য কেউ ড্রাগন এমব্রয়ডারি করা পোশাক পরলে ষড়যন্ত্র এবং রাজদ্রোহিতার অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতো।
পাঁচ প্রজন্ম ধরে চিং এমব্রয়ডারি শিল্পের ধারা ধরে রেখেছেন থিয়ান লির পরিবার।৩১ বছর বয়সী থিয়ান লি কাজ করছেন দশ বছর ধরে। তার ভাইও এই শিল্পের সঙ্গে সম্পৃক্ত। থিয়ান লি বলেন
‘আমি বিশ্বাস করি যেখানেই নকশা রয়েছে সেটা যত ছোটই হোক সেটার মধ্যে একটা বিশেষত্ব আছে। মানুষ সেটা শুভেচ্ছা স্মারক হিসেবে আত্মীয় বন্ধুদের উপহার দিতে চায়। তাই ভবিষ্যতে আমি বিভিন্ন ছোটছোট আকর্ষণীয় সামগ্রীতে চিং এমব্রয়ডারি যুক্ত করবো। মানুষ যেন চিং এমব্রয়ডারির অন্তর্নিহিত আনন্দটা অনুভব করতে পারে এবং এই এমব্রয়ডারিকে তাদের দৈনন্দিন জীবনের অংশ করে তোলে।
থিয়ান লি এই নকশা তোলা শিখেছেন তার মায়ের কাছ থেকে। মায়ের কাছে তিনি এখনও শিক্ষার্থী। মূলত মায়ের শিক্ষাকে ধরে রাখার জন্যই তিনি এই পেশা বেছে নিয়েছেন। মা এই নিয়ে কাজ করছেন ৪০ বছরের বেশি সময় ধরে। থিয়ান লি মনে করেন এই এমব্রয়ডারি পুরোপুরি নারীর কোমল বৈশিষ্ট্যকে ধারণ করে। তাই নারীদের হাতে এটি আরও সুন্দর হয়ে ওঠে।
এমব্রয়ডারি করা কাপড় ও অন্যান্য সামগ্রী মার্কেটিং করেন তার ভাই থিয়ান ফাং। তারা তাদের প্রতিষ্ঠান গড়েছেন বেইজিংয়ের কাছে হ্যপেই প্রদেশের পাওতিং শহরে। থিয়ান লির মায়ের নাম লিয়াং শুফিং। তিনি বলেন, ‘আমি ৪০ বছর ধরে এই এমব্রয়ডারির কাজ করছি। আমি শিখেছিলাম বাবার কাছ থেকে। একশ বছর ধরে পরিবারে এই শিল্প রয়েছে। আমি এখন খুশি যে আমার দুই সন্তানই এর সঙ্গে যুক্ত। মেয়ে এমব্রয়ডারি করে। ছেলে পণ্যগুলো মার্কেটিংয়ের দায়িত্বে আছে। আমার কঠোর পরিশ্রমের সুফল পাচ্ছি।’
এই পরিবারের কারখানায় এখন ৯শ’র বেশি নকশাশিল্পী কাজ করছেন। এই কারখানায় বছরে তিন হাজারের বেশি পণ্য তৈরি হয়। একজন নকশাশিল্পীর একটি পোশাক তৈরিতে ৬ মাসের মতো সময় লাগে।
থিয়ান লি তার মায়ের উত্তরাধিকার বয়ে নিয়ে চলেছেন নতুন প্রজন্মের কাছে।
সুপ্রিয় শ্রোতা আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমরা।
আমাদের অনুষ্ঠান আপনারা সবসময় শুনতে পাবেন শর্ট ওয়েভ ৯ হাজার ৪শ ৯০ এবং শর্ট ওয়েভ ১১ হাজার ৬শ ১০ কিলোহার্টজে। আরও শুনতে পাবেন সিআরআই বাংলার ওয়েবসাইটে এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজে। জেনে নিন আমাদের ইমেইল অ্যাডরেস, cmg.bangla@gmail.com আমাদের ফেসবুক পেজ facebook.com/CRIbangla এবং facebook.com/CMGbangla এবংআমাদের সাক্ষাৎকারগুলো ইউটিউবে দেখতে পাবেন। youtube.com/CMGbangla.
আজ এ পর্যন্তই। সুস্থ থাকুন ভালো থাকুন। আবার কথা হবে। চাই চিয়েন।
সার্বিক সম্পাদনা: ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী
লেখা, গ্রন্থনা, উপস্থাপনা : শান্তা মারিয়া
সহিংসতার শিকার কন্যাশিশু: প্রতিবেদন: রওজায়ে জাবিদা ঐশী
মরুভূমিকে সবুজ করে তুলছেন গ্রামীণ নারীরা এবং ঐতিহ্যকে বহন করছেন নারী নকশাশিল্পী প্রতিবেদন: শান্তা মারিয়া
অডিও সম্পাদনা: রওজায়ে জাবিদা ঐশী