আকাশ ছুঁতে চাই পর্ব ৬৭
আকাশ ছুঁতে চাই পর্ব ৬৭
কী থাকছে এবারের পর্বে
১. সাক্ষাৎকার আঙ্গুর নাহার মন্টি
২. সহিংসতার শিকার কন্যাশিশু: প্রতিবেদন
৩. মরুভূমিকে সবুজ করে তুলছেন গ্রামীণ নারীরা।
৪. গান : শিল্পী: লিন ফাং
৫ ঐতিহ্যকে বহন করছেন নারী নকশাশিল্পী
চীন আন্তর্জাতিক বেতারের ঢাকা স্টেশন থেকে প্রচারিত আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। কেমন আছেন আপনারা?
বাংলাদেশের গণমাধ্যমে দীর্ঘ পঞ্চাশ দশকের বেশি সময় ধরে কাজ করছেন নারী সাংবাদিকরা। নারী সাংবাদিকদের রয়েছে বিভিন্ন সমস্যা। গণমাধ্যমে তাদের পেশাগত সম্ভাবনাও রয়েছে। গণমাধ্যমে কর্মরত নারীসোংবাদিকদের বিভিন্ন চ্যালেঞ্জ এবং সমস্যা সমাধানের পথ নিয়ে আজ আমরা আলোচনা করবো সাংবাদিক ও সংগঠক আঙ্গুর নাহার মন্টির সঙ্গে। তিনি কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিকাবের সাবেক সভাপতি ও উইমেন জার্নালিস্ট নেটওয়ার্ক বাংলাদেশের সমন্বয়কারী। আমাদের অনুষ্ঠানে তাকে স্বাগত জানাই।
আঙ্গুর নাহার মন্টি প্রথমেই মিডিয়ায় কর্মরত নারী সাংবাদিকদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এখানে রয়েছে বেতন বৈষম্য, চাকরির অনিশ্চয়তা, নেতৃত্বের সংকট ইত্যাদি। এসব সমস্যা সমাধানে তিনি সংগঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। উইমেন জার্নালিস্ট নেটওয়ার্কের মাধ্যমে তিনি নারী সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে কাজ করছেন। ইলেকট্রনিক মিডিয়ায় আজকাল অনেক তরুণী চটজলদি তারকা খ্যাতি পাওয়ার আকর্ষণে আসে এমন অভিযোগকে তিনি খণ্ডন করেন। মন্টি মনে করেন সাংবাদিকতাকে ভালোবেসেই নতুন প্রজন্মের নারীরা মিডিয়ার প্রতি আকৃষ্ট হচ্ছে। তারা বেশ উল্লেখযোগ্য সাফল্যও পেয়েছে। অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করছে।
সাংবাদিক হিসেবে চীন ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরেন আঙ্গুর নাহার মন্টি।
সাক্ষাৎকার
সহিংসতার শিকার কন্যাশিশু
গত এক বছরে বাংলাদেশে সহস্রাধিক কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে এবং হত্যা করা হয়েছে ২৭২ জনকে। এমন তথ্য উঠে এসেছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের প্রকাশিত একটি পরিসংখ্যান থেকে। গত ২৭ মার্চ এই প্রতিবেদনটি প্রকাশ করে সংগঠনটি। এ ব্যাপারে বিস্তারিত প্রতিবেদনে।
বাংলাদেশে গত এক বছরে এক হাজার ১১৭ কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে, হত্যা করা হয়েছে ২৭২ শিশুকে, ৫২ জন কন্যাশিশু পর্নোগ্রাফির শিকার হয়েছে। শুধু তাই নয়, ১৯৭ জন মেয়ে শিশুকে অপহরণ ও নয় শিশুকে পাচার করা হয়েছে ৷ এছাড়া নির্যাতন, নিপীড়ন, সম্পর্কের টানাপোড়েনসহ বিভিন্ন কারণে ২০২১ সালে ২৪২ শিশু আত্মহত্যার পথ বেছে নিয়েছে।