আকাশ ছুঁতে চাই পর্ব ৬৫
অধ্যাপক গীতি আরা নাসরিন বাংলাদেশের গণমাধ্যমের কিছু চিত্র তুলে ধরেন। তিনি বলেন যে গণমাধ্যম পুরুষশাসিত এবং সেখানে নারীর সনাতনী ভূমিকাকেই বেশি তুলে ধরা হয়। নারীর পরিবর্তিত ভূমিকায় অনেক সময় নারীকে এক ধরনের ‘সুপার ওম্যানে’র ভূমিকায় দেখানো হয় যেখানে নারী বাইরের এবং ঘরের কাজে সমান পারদর্শী। এতে নারীর উপর বাড়তি চাপ সৃষ্টি হয়। কারণ নারী তো সুপার ওম্যান নয়। আরেকটি বিষয় হলো মিডিয়ায় নারীর অংশগ্রহণ। এখানেও রয়েছে বৈষম্য।
নারীর দেহিক সৌন্দর্য এখানে বেশি গণ্য হয় তার মেধা ও সৃজনশীলতার চেয়ে। নীতি নির্ধারণী স্তরে এবং ক্ষমতার পদে নারীর সুযোগ অনেক কম বলেও উল্লেখ করেন তিনি।
তিনি মনে করেন, প্রতিটি মিডিয়া হাউজে জেন্ডার নীতিমালা এবং আচরণবিধি থাকাটা বাধ্যতামূলক হওয়া উচিত। নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ করা জন্য গণমাধ্যম শক্তিশালী ভূমিকা রাখতে পারে বলে তিনি মনে করেন। তবে সেজন্য সবার আগে গণমাধ্যমের ভিতর থেকে জেন্ডার বৈষম্য বিলোপ করতে হবে।
সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতার থেকে প্রচারিত অনুষ্ঠান আকাশ ছুঁতে চাই।
মহাকাশ থেকে শুভেচ্ছা
এ বছর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহাকাশ থেকে নারীদের প্রতি শুভেচ্ছা জানান চীনের বিখ্যাত নারী নভোচারী ওয়াং ইয়াফিং। তিনি বিশ্বের নারীদের জন্য প্রেরণা জাগানো কিছু কথা বলেন ।
চীনের দ্বিতীয় নারী নভোচারী এবং চায়নিজ স্পেস স্টেশনের প্রথম নারী ওয়াং ইয়াফিং এক ভিডিও বার্তায় বিশ্বের নারীদের আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে অসাধারণ কিছু কথা বলেছেন। ওয়াং বর্তমানে চীনের মহাকাশ স্টেশনে ছয় মাসের মিশনে রয়েছেন। তিনি সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের অফিসের জন্য ভিডিও বার্তা রেকর্ড করে পাঠান।
এই বার্তায় ওয়াং বলেন, ‘আমি আশা করি যে মেয়েরা মহাকাশে যাওয়ার স্বপ্ন দেখে তারা নক্ষত্রের সমুদ্রে যাওয়ার জন্য তাদের দৃষ্টিভঙ্গীকে ধরে রাখবে। আপনি যখন উপরে তাকাবেন তখন দেখবেন স্বপ্ন এরমধ্যেই আপনার হাতের নাগালে এসে গেছে।
ওয়াং আরো বলেন যে নারীরা সকলেই পুরুষ মহাকাশচারীদের মতো একই প্রশিক্ষণ এবং মূল্যায়ন উচ্চ মানের সাথে সম্পন্ন করতে পারে। নারীদের অনেক শারীরিক ও মানসিক বৈশিষ্ট্য পুরুষ মহাকাশচারীদের পরিপূরক হয়ে মহাকাশে একটি সুবিধার ভূমিকা পালন করতে পারে। তিনি বলেন, "আমি প্রতিটি নারীকে তার নিঃস্বার্থ উৎসর্গের জন্য ধন্যবাদ জানাই। আমি চাই যে প্রতিটি নারী আমাদের নিজের তারাময় আকাশে আমাদের পছন্দের জীবন এবং ক্যারিয়ারের জন্য উজ্জ্বল নক্ষত্র বেছে নেবে।"
ওয়াং এবং অন্য দুই মহাকাশচারী শেনচৌ ১৩ স্পেসশিপে গত বছর মহাকাশে যান। তারা ১৬ অক্টোবর, ২০২১-এ স্পেস স্টেশনে প্রবেশ করেছিলেন এবং ছয় মাসের মহাকাশ মিশন শুরু করেন।
এই ত্রয়ী ১৩০ দিনেরও বেশি সময় ধরে কক্ষপথে রয়েছে। ওয়াং এমন একজন চীনা নারী মহাকাশচারী যিনি মহাকাশে সবচেয়ে বেশি দিন থাকার রেকর্ড স্থাপন করেছেন।
গান
সুপ্রিয় শ্রোতা, চীনের একজন বিখ্যাত অভিনেত্রী ও কণ্ঠশিল্পী ইয়াং মি। ১৯৮৬ সালে বেইজিংয়ে জন্ম নেওয়া এই শিল্পী সংগীত ও অভিনয় দুটির জন্যই দেশে বিদেশে খ্যাতি পেয়েছেন। চীনের মাইক্রোব্লগিং প্লাটফর্ম ওয়েইবোতে তার অনুসারীর সংখ্যা ১১০ মিলিয়নের বেশি।
এখন শুনবো ইয়াং মিয়ের কণ্ঠে একটি গান। গানটির শিরোনাম ‘আমার কাছে।
ক্যাপশন: শিল্পী ইয়াং মি