আকাশ ছুঁতে চাই পর্ব ৬৫
চীনের আর্থ-সামাজিক উন্নয়নকে তরান্বিত করতে বিশেষ ভূমিকা পালন করে আসছেন সর্বস্তরের চীনা নারীরা। দেশের জন্য বিশেষ গৌরবোজ্জ্বল দৃষ্টান্ত যারা স্থাপন করেছেন তাদের শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। সম্প্রতি আন্তর্জাতিক নারী দিবসে এ শুভেচ্ছা জানানো হয়। চীনে গবেষণা, প্রযুক্তি, খেলাধুলা, চিকিৎসা ও রাজনীতি থেকে শুরু করে সমাজের সব ক্ষেত্রে নারীদের ভূমিকা অপরিমেয় বলেও উল্লেখ করেন সি। বিস্তারিত রয়েছে প্রতিবেদনে।
বলা হয়ে থাকে, অদম্যসাহসী এবং কঠোর পরিশ্রমী চীনা নারীরা।চীনের সব জাতিগোষ্ঠীর জীবন মান এবং আর্থ-সামাজিক উন্নয়নে সেদেশের নারীরা অনন্য অনুপ্রেরণা। দেশকে এগিয়ে নিতে অসংখ্য নারী অসামান্য অবদান রেখেছেন।
সম্প্রতি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এই গুণী নারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় গত এক বছরে, চীনের সর্বস্তরের নারীরা বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলেও উল্লেখ করেন তিনি।
সি চিনপিং বলেন, ‘সিপিসি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে, আমি সমস্ত নারী রাজনৈতিক উপদেষ্টা, দুই অধিবেশনে যোগদানকারী কর্মীদের এবং সব জাতিগোষ্ঠীসহ চীনের সর্বস্তরের নারীদের শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি। বর্তমান নতুন প্রজন্ম তাদের অদম্য সাহস ও প্রচেষ্টার মাধ্যমে সমাজে সক্রিয় ভূমিকা রাখছে এবং তাদের কর্মের মাধ্যমে চীনা বৈশিষ্ট্যকে তুলে ধরছে।’
চীনা থিয়ানকং মহাকাশ স্টেশনে প্রবেশ করা প্রথম নারী মহাকাশচারী ওয়াং ইয়াফিং। যিনি ২০২১ এর অক্টোবরে, শেনচৌ-১৩ মিশনে অংশ নেন। দুই ক্রু সদস্যের সঙ্গে ওয়াং মহাকাশে একটি ছয় মাসের মিশন শেষ করছেন, যা কিনা যে কোনও চীনা মানব মিশনের দীর্ঘতম সময়কাল।
চীনের জাতীয় টেলিভিশন সিসিটিভিকে দেয়া এক সাক্ষাতকারে ওয়াং বলেছিলেন, ‘মানুষের স্বপ্ন আকাশ ছোঁয়া হলেও অবিরাম প্রচেষ্টায় তা অর্জন করা সম্ভব।’
মহাকাশের উচ্চতা থেকে পাহাড়ের সীমান্ত, কোথায় নেই নারীদের পথচলা। দক্ষিণ-পশ্চিম চীনের একটি পার্বত্য অঞ্চলে মেয়েদের প্রথম এবং একমাত্র বিনামূল্যের পাবলিক হাই স্কুলের প্রতিষ্ঠাতা এবং অধ্যক্ষ চং কুইমেই।
যিনি দারিদ্র পীড়িত জনগোষ্ঠীর মাঝে শিক্ষার আলো দিতে প্রাণপন লড়েছেন। তিনি একজন সফল নারী। কারণ তার প্রচেষ্টায় এ অঞ্চলের অনেক মেয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের ভাগ্যের গতি পরিবর্তন করতে সক্ষম হয়েছে।
চলতি বছরে AFC নারী এশিয়ান কাপ ফাইনালে দক্ষিণ কোরিয়াকে ৩-২ গোলে পরাজিত করে, ১৬ বছর পর শিরোপা জিতেছে চীনের নারী ফুটবল দল। এর আগে গেল বছর অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টে ভালো পারফর্ম করে সাফল্য নিশ্চিত করে তারা। শত প্রতিকূলতা অতিক্রম করে সাফল্যের পথে এগিয়ে যেতে কঠোর পরিশ্রম করে যাচ্ছে এই নারী ক্রীড়া বাহিনী।
এদিকে, তরুণ চীনা শুটার ইয়াং ছিয়ান গত গ্রীষ্মের টোকিও গেমসের প্রথম স্বর্ণপদক জয় করেন।
সম্প্রতি, চীনের ফ্রিস্টাইল স্কি তারকা কু আইলিং বেইজিং শীতকালীন অলিম্পিকে দুটি স্বর্ণপদক লুফে নেন। গবেষক, প্রযুক্তিবিদ, চিকিৎসক ছাড়াও সমাজে লাইমলাইট থেকে দূরে থাকা এমন অনেক নারী রয়েছেন যারা নিজ নিজ কর্মস্থল থেকে অক্লান্ত পরিশ্রমের পাশাপাশি দায়িত্ব পালন করে যাচ্ছেন।
গণমাধ্যমে জেন্ডার সংবেদনশীল নীতিমালা প্রয়োজন
গণমাধ্যমে নারীর অধিকার, গণমাধ্যমে নারীর প্রক্ষেপণ এবং নারীর ইমেজ নারীর অধিকার অর্জনের অগ্রযাত্রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ । এ বিষয়ে আজ আমরা কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. গীতি আরা নাসরিনের সঙ্গে। আমাদের অনুষ্ঠানে তাকে স্বাগত জানাই।
সাক্ষাৎকার