বাংলা

আকাশ ছুঁতে চাই পর্ব ৬২

CMGPublished: 2022-02-24 14:38:34
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আকাশ ছুঁতে চাই পর্ব ৬২

যা থাকছে এবারের পর্বে

১. প্রতিবেদন: বইমেলায় নারী

২. সাক্ষাৎকার: লেখালেখির জগতে নারীকে অনেক প্রচ্ছন্ন প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়-জরিনা আখতার

৩. ফ্যাশন ডিজাইনার ওয়াং ফাংচেন

৪. গান: চাং চিংইয়িং

৫ সম্মাননা পেলেন ৬৫৪ নারী বীর মুক্তিযোদ্ধা

চীন আন্তর্জাতিক বেতারের ঢাকা স্টেশন থেকে প্রচারিত আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। কেমন আছেন আপনারা?

ভাষার মাস ফেব্রুয়ারি চলছে। ঢাকার বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দি উদ্যান প্রাঙ্গণে চলছে অমর একুশে বইমেলা। বইমেলার বিভিন্ন স্টলে প্রতিবারের মতো এ বছরও কাজ করছেন অনেক তরুণ তরুণী। বইমেলায় অংশ নেয়া তরুণী ও নারী দর্শনার্থীদের নিয়ে শুনুন তানজিদ বসুনিয়ার প্রতিবেদন।

বইমেলায় নারী

নানা শঙ্কা কাটিয়ে গত ১৫ ফেব্রুয়ারি শুরু হয়েছে অমর একুশে বই মেলা। প্রতি বছর ফেব্রুয়ারির ১ তারিখে বই মেলা শুরু হলেও এবছর করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় দুই সপ্তাহ পর বসে বইমেলার ৩৮তম আসর। উদ্বোধনের পর থেকেই বইমেলায় ঢল নেমেছে পাঠক, লেখক ও দর্শনার্থীদের।

পুরুষদের পাশাপাশি প্রতিবছর বই মেলায় কাজ করেন কয়েক হাজার নারী। অন্যবারের মতো এবছরও ব্যস্ত সময় পার করছেন নারী বিক্রেতারা। একজন নারী বলেন, ‘আমি খুব উৎসাহ নিয়ে এখানে কাজ করছি।’

বই মেলায় বিক্রেতা হিসেবে অংশ নেওয়া নারীদের অধিকাংশই শিক্ষার্থী। পড়াশুনার পাশাপাশি খন্ডকালীন এই চাকরিতে অংশ নিয়েছেন ওই নারী শিক্ষার্থীরা। কাজের অংশ হলেও বই বিক্রি করতে পারায় বেজায় খুশী এই বিক্রেতারা।

বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় সাড়ে সাত লাখ বর্গফুট জায়গায় অনুষ্ঠিত হচ্ছে এবারের বই মেলা।

মেলায় মোট ৩৫টি প্যাভিলিয়নসহ একাডেমি প্রাঙ্গণে ১০২টি প্রতিষ্ঠানকে ১৪২টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৩২টি প্রতিষ্ঠানকে ৬৩৪টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। ছুটির দিন ছাড়া প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকছে মেলা।

পরিবার পরিজন নিয়ে বই মেলায় আসছেন অসংখ্য নারী। মেলার পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন তারাও। একজন নারী দর্শনার্থী বলেন, ‘ আমি আমার শিশুকে নিয়ে প্রথমবারের মতো মেলায় এসেছি। পরিবেশ বেশ ভালো লাগছে’।

মেলাকে সফলভাবে সম্পন্ন করতে বাংলা একাডেমি নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে চীন আন্তর্জাতিক বেতারকে জানিয়েছেন একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা।

বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন, কিংবা প্রিয় মানুষকে সঙ্গে নিয়ে বই মেলায় আসছেন পাঠকরা। পাঠক ও লেখকের পদচারণায় যেন মহাসম্মিলনে পরিণত হয়েছে প্রাণের এই মেলা।

লেখালেখির জগতে নারীকে অনেক প্রচ্ছন্ন প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়-জরিনা আখতার

অমর একুশে বইমেলায় প্রতিদিনই প্রকাশিত হচ্ছে বই, আসছেন লেখক ও পাঠক। নারীর মনন ও লেখার জগৎ নিয়ে আজ আমরা কথা বলবো বিশিষ্ট কবি ও সাহিত্যিক জরিনা আখতারের সঙ্গে। আমাদের অনুষ্ঠানে তাকে স্বাগত জানাই।

সাক্ষাৎকার

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn