আকাশ ছুঁতে চাই পর্ব ৬০
জাতিসংঘ শান্তি প্রতিষ্ঠা কমিশনের সভাপতি হয়েছেন বিশ্বসংস্থাটিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা। এই প্রথম কোন নারী গুরুত্বপূর্ণ বিশ্ব সংস্থাটির সভাপতি হলেন। কমিশনের রাষ্ট্রদূত পর্যায়ের বৈঠকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি।
সম্প্রতি ইউএন পিস বিল্ডিং কমিশনের এক টুইটে এ খবর জানা যায়।
জাতিসংঘ শান্তি প্রতিষ্ঠা কমিশনে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা কমিশনের ২০২২ সালের ষোড়শ অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন। এর আগে ২০১২ সালে শান্তি প্রতিষ্ঠা কমিশনের সভাপতি ছিল বাংলাদেশ।
জাতিসংঘের সাধারণ পরিষদ, নিরাপত্তা এবং অর্থনৈতিক ও সামাজিক পরিষদের মাধ্যমে নির্বাচিত ৩১ সদস্য নিয়ে ২০০৫ সালে গঠিত হয় এই কমিশন। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে শীর্ষ অর্থ সাহায্যদাতা এবং সৈন্য প্রেরণকারীদের মধ্যে শীর্ষ দেশগুলোও এর সদস্য। বর্তমানে জাতিসংঘের আরেকটি গুরুত্বপূর্ণ সংস্থা ইউএন উইমেনেরও নির্বাহী বোর্ডের সভাপতির দায়িত্বে আছেন রাবাব ফাতিমা।
এবার নারী এশিয়ান কাপ ফুটবলের খবর
নারী এশিয়ান কাপ ফুটবলে চ্যাম্পিয়ন চীন
নারী এশিয়ান কাপ ফুটবলে দক্ষিণ কোরিয়াকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন খেতাব ঘরে তুলেছে চীনের নারীরা। ভারতের নভি মুম্বাইয়ের পাতিল স্টেডিয়ামে রোববার ফাইনাল ম্যাচে নবমবারের মতো ট্রফি জিতে নেয় চীনের নারী ফুটবল দল।
জয়সূচক গোলটি করেন সিয়াও ইয়ুয়ি।
সেমিফাইনালে দক্ষিণ কোরিয়া ফিলিপাইনকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে। অন্যদিকে দুইবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জাপানকে পেনাল্টি শুট আউটে পরাজিত করে চীন।
এই সাফল্য সংবাদের সঙ্গেই শেষ হচ্ছে আজকের আকাশ ছুঁতে চাই। অনুষ্ঠানটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না কিন্তু। আমাদের অনুষ্ঠান আপনারা সবসময় শুনতে পাবেন শর্ট ওয়েভ ৯ হাজার ৪শ ৯০ এবং শর্ট ওয়েভ ১১ হাজার ৬শ ১০ কিলোহার্টজে। আরও শুনতে পাবেন সিআরআই বাংলার ওয়েবসাইটে এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজে। জেনে নিন আমাদের ইমেইল অ্যাডরেস, cmg.bangla@gmail.com আমাদের ফেসবুক পেজ facebook.com/CRIbangla এবং facebook.com/CMGbangla এবংআমাদের সাক্ষাৎকারগুলো ইউটিউবে দেখতে পাবেন। youtube.com/CMGbangla.
আজ এ পর্যন্তই। সুস্থ থাকুন ভালো থাকুন। আবার কথা হবে। চাই চিয়েন।
সার্বিক সম্পাদনা: ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী
লেখা, গ্রন্থনা ও উপস্থাপনা : শান্তা মারিয়া
বাংলা একাডেমির সভাপতি হলেন সেলিনা হোসেন, প্রতিবেদন রওজায়ে জাবিদা ঐশী
নারী এশিয়ান কাপ ফুটবলে চ্যাম্পিয়ন চীন, চীনের কৃতী ক্রীড়াবিদ লি নিনা এবং জাতিসংঘের শান্তি প্রতিষ্ঠা কমিশনের সভাপতি হলেন বাংলাদেশের নারী, প্রতিবেদন: শান্তা মারিয়া
অডিও সম্পাদনা: শান্তা মারিয়া, সহযোগিতায় হোসনে মোবারক সৌরভ ও তানজিদ বসুনিয়া