আকাশ ছুঁতে চাই পর্ব ৬০
শরীফা বুলবুল ২০০৫ সাল থেকে বলাকা প্রকাশনীর স্টল নিয়ে হাজির হচ্ছেন বইমেলায়।
বলাকা প্রকাশনীর জন্ম ১৯৭০ সালে। বুলবুলের পিতা এটি প্রতিষ্ঠা করেন। মূলত প্রয়াত পিতার স্মৃতিকে ধরে রাখতেই প্রকাশনা ব্যবসায় আসেন শরীফা বুলবুল। তিনি বলাকা নামে একটি সাহিত্য পত্রিকা বের করতেন। প্রকাশনা ব্যবসায় তাকে অনেক বাধা বিপত্তি পার হতে হয়েছে। এখনও বিভিন্ন সমস্যার মোকাবেলা করছেন তিনি।
তার প্রতিষ্ঠান অন্য মানুষ দখল করেও নেয়। তারপরও ভেঙে না পড়ে নতুন করে সবকিছু শুরু করেন। তিনি ঢাকায় থাকেন লেখালেখি ও সাংবাদিকতার সূত্রে। পাশাপাশি বলাকা প্রকাশনীর কাজ চালিয়ে যাচ্ছেন। প্রতিবছরের মতো এ বছরও নতুন কিছু বই প্রকাশিত হচ্ছে তার প্রকাশনী থেকে। এরমধ্যে গুরুত্বপূর্ণ একটি বই হলো `চীনের সংখ্যালঘু জাতির বিয়ে’ । বুলবুল আশা করছেন বিশাখা চৌধুরীর লেখা এই বইটি পাঠকপ্রিয়তা পাবে।
শরীফা বুলবুল জানালেন, প্রকাশনা ব্যবসার কাজ তিনি খুব আগ্রহ নিয়ে করেন। বই ছাপা, বাঁধাই ইত্যাদি কাজ নিজে দেখভাল করেন।
তবে প্রকাশনার কাজের জন্য নিজের লেখালেখির সময় কমে গেছে। তিনি নিজে কবিতা, ছড়া, গল্প লেখেন।
করোনা মহামারীর কারণে প্রকাশনা ব্যবসা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তিনি আশা করেন একুশে বইমেলা যদি এবছর এক মাস হয় তাহলে ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারবেন।
গান
সুপ্রিয় শ্রোতা, চীনের একজন বিখ্যাত কণ্ঠশিল্পী সুন লু। ১৯৮৬ সালের ২৭ জুন চীনের লিয়াওনিং প্রদেশের ইংখোও শহরে তিনি জন্মগ্রহণ করেন। শানইয়াং কনজারভেটরি অব মিউজিক থেকে গ্র্যাজুয়েশন করেন সুন লু। তার প্রথম অ্যালবাম প্রকাশিত হয় ২০০৬ সালে। রোমান্টিক ঘরানার শিল্পী হিসেবে জনপ্রিয়তা পেয়েছেন সুন লু। আসন্ন ভালোবাসা দিবস উপলক্ষ্যে এখন সুন লুর কণ্ঠে শুনবো একটি ভালোবাসার গান।
জাতিসংঘের শান্তি প্রতিষ্ঠা কমিশনের সভাপতি হলেন বাংলাদেশের নারী
সুপ্রিয় শ্রোতা, এই প্রথমবারের মতো জাতিসংঘ শান্তি প্রতিষ্ঠা কমিশনের সভাপতি হয়েছেন একজন নারী। বিস্তারিত প্রতিবেদনে