বাংলা

আকাশ ছুঁতে চাই পর্ব ৬০

CMGPublished: 2022-02-10 17:10:57
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

১. চীনের কৃতী ক্রীড়াবিদ লি নিনা

২. বাংলা একাডেমির সভাপতি হলেন সেলিনা হোসেন

৩. সাক্ষাৎকার: প্রকাশনা ব্যবসায় অনেক বাধার সম্মুখীন হয়েছি-শরীফা বুলবুল

৪.ভালোবাসার গান সুন লু

৫. জাতিসংঘের শান্তি প্রতিষ্ঠা কমিশনের সভাপতি হলেন বাংলাদেশের নারী

৬. নারী এশিয়ান কাপ ফুটবলে চ্যাম্পিয়ন চীন

চীন আন্তর্জাতিক বেতারের ঢাকা স্টেশন থেকে প্রচারিত আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। কেমন আছেন আপনারা?

৪ ফেব্রুয়ারি বেইজিংয়ে শুরু হয়েছে শীতকালীন অলিম্পিক গেমসের জমজমাট আসর। এই আসরের ফলে চীনে শীতকালীন ক্রীড়া অনেক জনপ্রিয়তা পেয়েছে। নারী পুরুষ সকলেই এই ক্রীড়ার বিষয়ে উৎসাহী হয়ে উঠছেন। চীনের একজন কৃতী ক্রীড়াবিদ নারীর লি নিনা সম্পর্কে এখন শুনবো একটি প্রতিবেদন।

চীনের কৃতী ক্রীড়াবিদ লি নিনা

লি নিনা। চীনের প্রথম ফ্রিস্টাইল স্কিয়িং ওয়ার্লড চ্যাম্পিয়ন। ২০০৫ সালে লি এরিয়াল ইভেন্টে বিশ্ব চ্যাম্পিয়ন খেতাব অর্জন করেন। এই ধরনের স্পোর্টস ইভেন্টে এটাই ছিল চীনেরও প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া। ২০০৭ ও ২০০৯ সালেও তিনি এরিয়েল স্কিয়ার হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হন। ২০০৬ সালে তুরিন উইন্টার অলিম্পিকস এবং ২০১০ সালের ভ্যানকুভার শীতকালীন অলিম্পিকে রৌপ্য পদক জয় করেন লি নিনা।

১৯৮৩ সালের ১০ জানুয়ারি চীনের লিয়াওনিং প্রদেশের বানজি শহরে জন্ম গ্রহণ করেন চীনের এই কৃতী ক্রীড়াবিদ।

লি মনে করেন চীনের নাগরিকদের মধ্যে শীতকালীন ক্রীড়াকে জনপ্রিয় করার জন্য চীনের কার্যক্রম আন্তর্জাতিক অলিম্পিক স্পোর্টসের জন্য একটি বড় অবদান। তিনি বলেন,‘বেইজিং অলিম্পিক ২০২২ এর প্রস্তুতির সময় আমি জানতে পেরেছি শুধুমাত্র বেইজিংয়েই একশর বেশি স্কি রিসোর্ট এবং একশর বেশি আইস হকি ক্লাব আছে। ‘

শীতকালীন ক্রীড়ায় ৩০০ মিলিয়নের বেশি মানুষকে সম্পৃক্ত করা চীনের বড় অর্জন এবং পাশাপাশি অলিম্পিক চেতনার প্রসারেও অনেক বড় অবদান বলে মনে করেন লি নিনা।

বাংলা একাডেমির সভাপতি হলেন সেলিনা হোসেন

বাংলা একাডেমির নতুন সভাপতির দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের বিশিষ্ট নারী এবং স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক সেলিনা হোসেন। গেল সপ্তাহে তাকে এই পদে নিয়োগ করা হয়।

বাংলাদেশের বিখ্যাত নারী এবং স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক সেলিনা হোসেন বাংলা একাডেমির নতুন সভাপতির দায়িত্ব পেয়েছেন। আগামী তিন বছরের জন্য তাকে এই পদে নিয়োগের প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।সেলিনা হোসেন একাধারে কথাসাহিত্যিক, ঔপন্যাসিক, গবেষক এবং প্রাবন্ধিক। লেখালেখির পাশাপাশি তিনি একাধিক মেয়াদে বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

উপন্যাসে অবদানের জন্য ১৯৮০ সালে ’বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার’ পান এই নারী। ২০০৯ সালে ভাষা ও সাহিত্যে ‘একুশে পদক’ এবং ২০১৮ সালে তিনি সাহিত্যে ‘স্বাধীনতা পুরস্কার’ পান।

১৯৪৭ সালের ১৪ জুন লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন বিশিষ্ট এই কথাসাহিত্যিক। ষাটের দশকের মধ্যভাগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তাঁর লেখালেখির সূচনা। তার লেখা প্রথম গল্পগ্রন্থ ‘উৎস থেকে নিরন্তর’ প্রকাশিত হয় ১৯৬৯ সালে। সেলিনা হোসেন তার অনেক উপন্যাসে মুক্তিযুদ্ধে নারীর অবদানের কথা তুলে ধরেছেন।

সাক্ষাৎকার:

প্রকাশনা ব্যবসায় অনেক বাধার সম্মুখীন হয়েছি: শরীফা বুলবুল

মহান ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারি চলছে। ফেব্রুয়ারি মানেই লেখালেখি, বই প্রকাশ আর সৃজনশীলতার চর্চা। এ প্রসঙ্গে আজ আমরা কথা বলবো কবি এবং বলাকা প্রকাশনীর সত্তাধিকারী শরীফা বুলবুলের সঙ্গে। আমাদের অনুষ্ঠানে তাকে স্বাগত জানাই।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn