আকাশ ছুঁতে চাই পর্ব ৫২-China Radio International
পুরস্কার বিজয়ীরা হচ্ছেন- নারী শিক্ষার জন্য অধ্যাপক হাসিনা জাকারিয়া (বেলা), নারী অধিকার প্রতিষ্ঠার জন্য অর্চনা বিশ্বাস, নারীর আর্থ-সামাজিক উন্নয়নের জন্য শামসুন্নাহার রহমান পরাণ (মরণোত্তর), নারী শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী বিপ্লবের জন্য অধ্যাপক ড. জিনাত হুদা এবং পল্লী উন্নয়নের জন্য ড. সারিয়া সুলতানা।
পদক প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর প্রতি সহিংসতা বন্ধে আইনের পাশাপাশি মানসিকতার পরিবর্তনের আহ্বান জানান। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে পুরুষের পাশাপাশি নারীদেরও সমান অংশগ্রহণ জরুরি বলে মন্তব্য করেন শেখ হাসিনা।
গান
অনুষ্ঠানের শেষ পর্যায়ে রয়েছে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের প্রোফেসর ও ছাত্রছাত্রীদের কণ্ঠে রবীন্দ্র সঙ্গীত, পুরনো সেই দিনের কথা। এই গানটির সঙ্গেই শেষ হচ্ছে
আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের বিজয় দিবসের বিশেষ আয়োজন। আবার দেখা হবে চাই চিয়েন।
সার্বিক সম্পাদনা: ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী
লেখা, গ্রন্থনা ও উপস্থাপনা: শান্তা মারিয়া
বিজয়ের অর্ধশতকে কতটা এগিয়েছে বাংলার নারী বিষয়ক প্রতিবেদন: রওজায়ে জাবিদা ঐশী
মুক্তিযুদ্ধে বাংলার বীর নারী এবং রোকেয়া পদকপ্রাপ্তদের বিষয়ে প্রতিবেদন: শান্তা মারিয়া
অডিও সম্পাদনা: রওজায়ে জাবিদা ঐশী