বাংলা

আকাশ ছুঁতে চাই পর্ব: ৫০-China Radio International

criPublished: 2021-12-02 19:39:17
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

দেশের আকাশ সীমা পাহারা দেয়ার দায়িত্ব পড়েছে সু ফাংসানের ব্রিগেডের। তাই শুরু হয়েছে এ সামরিক প্রশিক্ষণ।

তার মতো আরো ১১ জন নারী পাইলট আছেন এই ব্রিগেডে। পিপলস লিবারেশন আর্মির ৭৫তম গ্রুপের এক ঝাঁক সামরিক পাইলটদের মধ্যে প্রথম জায়গা পেয়েছেন ফাংসানসহ ২ নারী পাইলট।

দক্ষ হাতে কঠিন পরিস্থিতি মোকাবেলা করাই এখন তার প্রধান লক্ষ্য বলে জানান তিনি।

সু ফাংসান বলেন, ‘মালভূমি এলাকায় বাতাসের গতিবেগ বেশ জটিল। মাঝে মাঝে আমার নিজেরও বেশ ভয় লাগে কারণ এর আগে এমন কঠিন পরিস্থিতিতে কখনো পড়িনি। তবে আমার সৌভাগ্য যে আমার কোচ ঠিক সময়ে সমস্যাটা ধরতে পারেন আর আমাকে শুধরে দেন। এখন আমি বুঝতে পারে কিভাবে এ ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে হয়। ’

যুদ্ধাঞ্চল ও খোলা মাঠে হেলিকপ্টার নিয়ে আকাশে ওড়া আবার অবতরণ, আবার বাতাসের গতিবেগ খেয়াল রেখে শক্ত হাতে পরিচালনা। দুটো কাজই করতে হয় খুব সাবধানে।

পাই চুয়ানই বলেন, ‘জি টুয়েন্টি হেলিকপ্টার চালাতে পারা আমার জন্য সম্মানের। আশা করি সামনের দিনগুলোতে এই পেশায় আরো দক্ষ হয়ে উঠবো আর দেশের আকাশ সীমান্ত পাহারা দেয়ার মহান দায়িত্ব পালন করে যাবো।’

তারা বলছেন, মনোনিবেশ স্থাপন ও ধরে রাখার মতো দায়িত্ব যেমন কঠিন, তেমনি তাদের আয়ত্ব করতে হচ্ছে কারিগরী ও প্রযুক্তিগত দক্ষতাও।

গান

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn