আকাশ ছুঁতে চাই পর্ব: ৫০-China Radio International
নারীর কাজের জন্য ঘরে ও বাইরে সম্মান পাওয়া জরুরি
১. কাজের জন্য ঘরে ও বাইরে সম্মান পাওয়া জরুরি- ডা. আয়েশা আক্তার
২. নারী নির্যাতন বন্ধে সম্মেলন
৩. আকাশ সীমান্ত পাহারা দিচ্ছেন সাহসী নারীরা
৪ . গান: শিল্পী ছেন মিং, গানের শিরোনাম সুখ
৫. দেহরক্ষীর ধারণা পালটে দিয়েছেন দুর্ধর্ষ এক নারী চাং মেইলি
চীন আন্তর্জাতিক বেতারের ঢাকা স্টেশন থেকে প্রচারিত আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। কেমন আছেন আপনারা? আশাকরি ভালো আছেন।
সাক্ষাৎকার
কাজের জন্য ঘরে ও বাইরে সম্মান পাওয়া জরুরি- ডা. আয়েশা আক্তার
বিশ্বজুড়ে করোনা মহামারী চলার সময়ে জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসার মহান দায়িত্ব পালন করেছেন চিকিৎসকরা। এই কঠিন দায়িত্ব পালনে পিছিয়ে ছিলেন না নারীরাও। বাংলাদেশে চিকিৎসা পেশা এখনও কতটা নারীবান্ধব হয়ে উঠতে পেরেছে রয়েছে সেই প্রশ্নও। এসব বিষয়ে আজ আমরা কথা বলবো বিশিষ্ট চিকিৎসক এবং টিবি হসপিটালের অ্যাসিসটেন্ট ডিরেক্টর ডা. আয়েশা আক্তারের সঙ্গে। আমাদের অনুষ্ঠানে তাকে স্বাগত জানাই।
ডা. আয়েশা আক্তার বলেন চিকিৎসা পেশায় নারী-পুরুষ বলে কিছু আলাদা থাকা ঠিক নয়। নারী-পুরুষ সম্মিলিত ভাবেই চিকিৎসা সেবা দিতে হবে, কাজ করতে হবে, অবদান রাখতে হবে দেশ গঠনে।
বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের এগিয়ে যেতে অনেক সহায়তা করেছেন। নারীর এগিয়ে যাওয়াকে অনেক উৎসাহ দেয়া হয়েছে। বর্তমানে বাংলাদেশে সব পেশাতেই নারীরা এগিয়ে আসছেন। ডা. আয়েশা মনে করেন নারীকে আরও বেশি এগিয়ে আসতে হলে জরুরি হলো কাজের স্বীকৃতি ও সম্মান পাওয়া। পেশাগত ক্ষেত্রে একজন নারী যখন উন্নতি করতে থাকেন তার কাজের জন্য যদি সম্মান পান তাহলে তার এগিয়ে চলার উৎসাহ বৃদ্ধি পায়। এই সম্মানটা কর্মক্ষেত্রে যেমন পেতে হবে তেমনি পরিবার থেকেও আসতে হবে। পরিবার যদি নারীর কাজকে সম্মান করে তাকে সহযোগিতা করে তাহলে তার পেশায় উন্নতি করাটা অনেক সহজ হয়।
নারী নির্যাতন বন্ধে সম্মেলন