বাংলা

আকাশ ছুঁতে চাই পর্ব: ৫০-China Radio International

criPublished: 2021-12-02 19:39:17
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নারীর কাজের জন্য ঘরে ও বাইরে সম্মান পাওয়া জরুরি

১. কাজের জন্য ঘরে ও বাইরে সম্মান পাওয়া জরুরি- ডা. আয়েশা আক্তার

২. নারী নির্যাতন বন্ধে সম্মেলন

৩. আকাশ সীমান্ত পাহারা দিচ্ছেন সাহসী নারীরা

৪ . গান: শিল্পী ছেন মিং, গানের শিরোনাম সুখ

৫. দেহরক্ষীর ধারণা পালটে দিয়েছেন দুর্ধর্ষ এক নারী চাং মেইলি

চীন আন্তর্জাতিক বেতারের ঢাকা স্টেশন থেকে প্রচারিত আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। কেমন আছেন আপনারা? আশাকরি ভালো আছেন।

সাক্ষাৎকার

কাজের জন্য ঘরে ও বাইরে সম্মান পাওয়া জরুরি- ডা. আয়েশা আক্তার

বিশ্বজুড়ে করোনা মহামারী চলার সময়ে জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসার মহান দায়িত্ব পালন করেছেন চিকিৎসকরা। এই কঠিন দায়িত্ব পালনে পিছিয়ে ছিলেন না নারীরাও। বাংলাদেশে চিকিৎসা পেশা এখনও কতটা নারীবান্ধব হয়ে উঠতে পেরেছে রয়েছে সেই প্রশ্নও। এসব বিষয়ে আজ আমরা কথা বলবো বিশিষ্ট চিকিৎসক এবং টিবি হসপিটালের অ্যাসিসটেন্ট ডিরেক্টর ডা. আয়েশা আক্তারের সঙ্গে। আমাদের অনুষ্ঠানে তাকে স্বাগত জানাই।

ডা. আয়েশা আক্তার বলেন চিকিৎসা পেশায় নারী-পুরুষ বলে কিছু আলাদা থাকা ঠিক নয়। নারী-পুরুষ সম্মিলিত ভাবেই চিকিৎসা সেবা দিতে হবে, কাজ করতে হবে, অবদান রাখতে হবে দেশ গঠনে।

বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের এগিয়ে যেতে অনেক সহায়তা করেছেন। নারীর এগিয়ে যাওয়াকে অনেক উৎসাহ দেয়া হয়েছে। বর্তমানে বাংলাদেশে সব পেশাতেই নারীরা এগিয়ে আসছেন। ডা. আয়েশা মনে করেন নারীকে আরও বেশি এগিয়ে আসতে হলে জরুরি হলো কাজের স্বীকৃতি ও সম্মান পাওয়া। পেশাগত ক্ষেত্রে একজন নারী যখন উন্নতি করতে থাকেন তার কাজের জন্য যদি সম্মান পান তাহলে তার এগিয়ে চলার উৎসাহ বৃদ্ধি পায়। এই সম্মানটা কর্মক্ষেত্রে যেমন পেতে হবে তেমনি পরিবার থেকেও আসতে হবে। পরিবার যদি নারীর কাজকে সম্মান করে তাকে সহযোগিতা করে তাহলে তার পেশায় উন্নতি করাটা অনেক সহজ হয়।

নারী নির্যাতন বন্ধে সম্মেলন

বাংলাদেশে নারী নির্যাতন প্রতিরোধে দীর্ঘদিন ধরে কাজ করছে আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট। নারী নির্যাতন প্রতিরোধে সম্প্রতি অনুষ্ঠিত হলো আমরাই পারি’র জাতীয় সম্মেলন। বিস্তারিত প্রতিবেদনে।

“নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াও একসাথে” এ ই স্লোগানকে সামনে রেখে “নারী নির্যাতনের বিরুদ্ধে জাতীয় সম্মেলন ২০২১” অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি। গত ২৭ নভেম্বর বাংলাদেশের রাজধানী ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করে আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট। নারী-পুরুষ সমতা প্রতিষ্ঠা, নারী-শিশুদের জন্য নিরাপদ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় দৃঢ় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 'আমরাই পারি জোট’ নারীর প্রতি সকল নির্যাতন বন্ধে জনসচেতনতা তৈরির পাশাপাশি নারী ও কন্যাশিশু যেন রাষ্ট্রীয় সেবা ও আইনি সহযোগিতা পায় এবং নির্যাতনের চক্র থেকে বেরিয়ে আসতে পারে সে ব্যাপারে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।

আকাশ সীমান্ত পাহারা দিচ্ছেন সাহসী নারীরা

চীনে নারীরা সামরিক বাহিনীতে কাজ করছেন গৌরবের সঙ্গে। নিজস্ব ডিজাইনে তৈরি হেলিকপ্টার ব্যবহার করে সম্প্রতি সামরিক প্রশিক্ষণ নিলেন চীনের বাছাই করা ২জন নারী পাইলট। পিপলস লিবারেশন আর্মি’র এয়ার স্ট্রাইক ব্রিগেড়ের তত্ত্বাবধানে ইউননান প্রদেশের পাহাড়ি মালভূমিতে হয় এই বিশেষ প্রশিক্ষণ। মোট ১২জন নারী পাইলটের বিশেষ এই দল একে একে পাবে সামরিক হেলিকপ্টার চালানোর প্রশিক্ষণ। শুনুন এই সাহসী নারী পাইলটদের নিয়ে এক বিশেষ প্রতিবেদন।

ইউননানের আকাশে এক নতুন মহড়া। চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি সামরিক হেলিকপ্টার জি-টুয়েন্টি চালানোর মহড়ায় অংশ নিয়েছেন নারী পাইলট সু ফাংসান।

দেশের আকাশ সীমা পাহারা দেয়ার দায়িত্ব পড়েছে সু ফাংসানের ব্রিগেডের। তাই শুরু হয়েছে এ সামরিক প্রশিক্ষণ।

তার মতো আরো ১১ জন নারী পাইলট আছেন এই ব্রিগেডে। পিপলস লিবারেশন আর্মির ৭৫তম গ্রুপের এক ঝাঁক সামরিক পাইলটদের মধ্যে প্রথম জায়গা পেয়েছেন ফাংসানসহ ২ নারী পাইলট।

দক্ষ হাতে কঠিন পরিস্থিতি মোকাবেলা করাই এখন তার প্রধান লক্ষ্য বলে জানান তিনি।

সু ফাংসান বলেন, ‘মালভূমি এলাকায় বাতাসের গতিবেগ বেশ জটিল। মাঝে মাঝে আমার নিজেরও বেশ ভয় লাগে কারণ এর আগে এমন কঠিন পরিস্থিতিতে কখনো পড়িনি। তবে আমার সৌভাগ্য যে আমার কোচ ঠিক সময়ে সমস্যাটা ধরতে পারেন আর আমাকে শুধরে দেন। এখন আমি বুঝতে পারে কিভাবে এ ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে হয়। ’

যুদ্ধাঞ্চল ও খোলা মাঠে হেলিকপ্টার নিয়ে আকাশে ওড়া আবার অবতরণ, আবার বাতাসের গতিবেগ খেয়াল রেখে শক্ত হাতে পরিচালনা। দুটো কাজই করতে হয় খুব সাবধানে।

পাই চুয়ানই বলেন, ‘জি টুয়েন্টি হেলিকপ্টার চালাতে পারা আমার জন্য সম্মানের। আশা করি সামনের দিনগুলোতে এই পেশায় আরো দক্ষ হয়ে উঠবো আর দেশের আকাশ সীমান্ত পাহারা দেয়ার মহান দায়িত্ব পালন করে যাবো।’

তারা বলছেন, মনোনিবেশ স্থাপন ও ধরে রাখার মতো দায়িত্ব যেমন কঠিন, তেমনি তাদের আয়ত্ব করতে হচ্ছে কারিগরী ও প্রযুক্তিগত দক্ষতাও।

গান

সুপ্রিয় শ্রোতা আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতার থেকে প্রচারিত অনুষ্ঠান আকাশ ছুঁতে চাই। চীনের একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী ছেন মিং। তিনি নব্বই দশকে পপ গানের শ্রোতাদের মধ্যে তুমুল জনপ্রিয়তা পান। তাকে বলা হয় পপ কুইন। এখন ছেন মিংয়ের কণ্ঠে শুনবো একটি গান। গানটির শিরোনাম সুখ।

দেহরক্ষীর ধারণা পালটে দিয়েছেন দুর্ধর্ষ এক নারী চাং মেইলি

দেহরক্ষী বললে সাধারণত একজন শক্ত সমর্থ পুরুষের চেহারা চোখে ভেসে ওঠে। কিন্তু চাং মেইলি হলেন এমন এক নারী যিনি পালটে দিয়েছেন এই ধারণা। এই ব্যতিক্রমী সাহসী নারী সম্পর্কে একটি প্রতিবেদন।

তিনি একজন পেশাদার দেহরক্ষী যিনি মার্শাল আর্টে উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন এবং নিজেকে গড়ে তুলেছেন একজন দুর্ধর্ষ মানুষ হিসেবে।

চাং মেইলির জন্ম সিচুয়ান প্রদেশের চিকুং শহরে। শাওলিন টেম্পল সিনেমা দেখে বারো বছর বয়সে তিনি ঠিক করেন মার্শাল আর্ট শিখবেন।

২০১৭ সালে ছাংদু স্পোর্টস ইউনিভার্সিটিতে ভর্তি হন চায়নিজ কিকবক্সিং সানডা বিষয়ে শিক্ষা গ্রহণের জন্য। ২০২০ সালে গ্র্যাজুয়েশন করে দেহরক্ষীর পেশা গ্রহণের সিদ্ধান্ত নেন। বেইজিংয়ে চেংগিজ সিকিউরিটি একাডেমি থেকে বিভিন্ন বিষয়ে বিশেষ প্রশিক্ষণ নেন। ফাইটিং, বিশেষ গাড়ি চালনা, বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত গ্রহণ, অস্ত্রচালনাসহ বিভিন্ন দিকে রয়েছে তার দক্ষতা।

শুধু সুস্বাস্থ্য, ফিটনেস আর মারামারির দক্ষতাই বড় কথা নয়। উচ্চস্তরের দেহরক্ষী হতে হলে জানতে হয় বিদেশি ভাষা, থাকতে হয় বিপদ আঁচ করার ক্ষমতা, ক্লায়েন্টকে নিরাপদে বিজনেজ ট্রিপে নিয়ে যাওয়ার পরিকল্পনা করার বিচক্ষণতা, আসল ও নকল অস্ত্র চেনার দক্ষতা এবং মানসিক চাপের ভিতর ও দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে কাজ করার শক্তি থাকাও জরুরী।

আজকাল চীনে কর্পোরেট ক্ষমতাধর নারীর সংখ্যা বাড়ছে। তারা পুরুষ দেহরক্ষীর চেয়ে নারী দেহরক্ষী চান অনেক ক্ষেত্রে। বিখ্যাত ও তারকা নারীদের জন্যও নারী দেহরক্ষীর চাহিদা রয়েছে।

চাং বলেন, ‘নারী দেহরক্ষীরা কঠোর প্রশিক্ষণ নেন এবং সংগ্রামও করেন। তারা পুরুষের চেয়ে কোন অংশে কম নন। পুরুষ দেরক্ষীদের চেয়ে নারীদের চাহিদাই বরং এখন বেশি।’পুরুষ দেহরক্ষীদের সমান এমনকি বেশি দক্ষতা দেখিয়ে এই পেশায় এখন উন্নতি করছেন নারীরা। এমনি একজন নারী চাং মেইলি। মাত্র ২২ বছর বয়সেই যিনি তার পেশায় সাফল্যের ছাপ রেখেছেন।

প্রিয় শ্রোতা আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে পৌছে গেছি আমরা। অনুষ্ঠানটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না কিন্তু। আমাদের অনুষ্ঠান আপনারা সবসময় শুনতে পাবেন, ঢাকায় এফ এম ১০২ এবং চট্টগ্রামে এফ এম ৯০ মেগাহার্টজে এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজে। জেনে নিন আমাদের ইমেইল অ্যাডরেস, cmg.bangla@gmail.com আমাদের ফেসবুক পেজ facebook.com/CRIbangla এবং facebook.com/CMGbangla এবংআমাদের সাক্ষাৎকারগুলো ইউটিউবে দেখতে পাবেন। youtube.com/CMGbangla.

আজ এ পর্যন্তই। সুস্থ থাকুন ভালো থাকুন। আবার কথা হবে। চাই চিয়েন।

সার্বিক সম্পাদনা: ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী

লেখা, গ্রন্থনা ও উপস্থাপনা: শান্তা মারিয়া

নারী নির্যাতন বন্ধে সম্মেলন বিষয়ক প্রতিবেদন: রওজায়ে জাবিদা ঐশী

আকাশ সীমান্ত পাহারা দিচ্ছেন সাহসী নারীরা এবং দেহরক্ষীর ধারণা পালটে দিয়েছেন দুর্ধর্ষ এক নারী চাং মেইলি বিষয়ক প্রতিবেদন : শান্তা মারিয়া

অডিও সম্পাদনা: রওজায়ে জাবিদা ঐশী

Share this story on

Messenger Pinterest LinkedIn