বাংলা

আকাশ ছুঁতে চাই ৪৫-China Radio International

criPublished: 2021-10-28 19:15:52
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

স্বেচ্ছাশ্রমের মাধ্যমে অসংখ্য মানুষের জন্য চিকিৎসা সেবা দিচ্ছেন মহৎপ্রাণ নারী চিকিৎসক লিং ফং। তার কথা শুনুন একটি প্রতিবেদনে।

লিং ফং একজন প্রখ্যাত নিউরো সার্জন যিনি নতুন আশার আলো ছড়িয়ে দিয়েছেন অসংখ্য মানুষের জীবনে। বেইজিংয়ে ক্যাপিটাল মেডিকেল ইউনিভারসিটির সংযুক্ত সুয়ানউ হাসপাতালের চিকিৎসক লিং ফং তার সেবামূলক কাজের মাধ্যমে সুস্থ করে তুলছেন অগণন মানুষকে।

২০১৭ সালে লিং তার স্বামীর অনুমতি নিয়ে নিজেদের অ্যাপার্টমেন্ট ২ মিলিয়ন ইউয়ানে বিক্রি করে দেন। সেই অর্থে গড়ে তোলেন বেইজিং লিং ফং ফাউন্ডেশন। এর উদ্দেশ্য হলো ভলানটেরি মেডিকেল সেবা দেয়ার জন্য আরও চিকিৎসককে সম্পৃক্ত করা। লিং ফং ২০১৭ সালের মার্চে চায়নিজ মেডিকেল ডক্টর অ্যাসেসিয়েশনকে উদ্বুদ্ধ করেন যেন স্বেচ্ছাসেবক চিকিৎসকদের নিয়ে কমিটি গঠন করা হয়। তিনমাস পর চায়নিজ মেডিকেল ভলেনটিয়ার দল তাদের সেবামূলক কাজ শুরু করে।

এই দল গ্রামাঞ্চলে ১৯২টি কেন্দ্র স্থান করেছে। এখানে রোগীদের প্রাথমিক চিকিৎসা সেবা দেয়ার জন্য স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণও দেয়া হয়। চিকিৎসকদের তত্বাবধানে স্বেচ্ছাসেবকরাও এখানে চিকিৎসা দেন।

লিং ফংয়ের জন্ম ১৯৫১ সালে। ১৬ বছর বয়সে তিনি সেনাবাহিনীতে যোগ দেন। শাংহাই মিলিটারি মেডিকেল বিশ্ববিদ্যালযে তিনি শিক্ষাগ্রহণ করেন। তিনি নানচিং জেনারেল হাসপাতালে কাজ করেছেন। ক্যাপিটাল মেডিকেল ইউনিভারসিটিতে তিনি নিউরোসার্জারি বিষয়ে শিক্ষা গ্রহণ করেন। বিশেষ শিক্ষা নিয়েছেন ফ্রান্স থেকেও। নিওরো সার্জারিতে তিনি চীনে অনেক নতুন প্রযুক্তির প্রবর্তন করেছেন।

গ্রামে গ্রামে তিনি ছড়িয়ে দিচ্ছেন সেচ্ছাসেবী চিকিৎসার সেবামূলক কর্মকাণ্ড।

গত ৪৮ বছর ধরে কমিউনিস্ট পার্টির সদস্য লিং ফংকে তার অনন্য সেবামূলক কাজের জন্য বেইজিং মিউনিসিপাল সরকারের পক্ষ থেকে সিপিসির শতবর্ষে সম্মাননা দেয়া হয়।

নারীদের ই কমার্স মেলা

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn