বাংলা

আকাশ ছুঁতে চাই ৪৫-China Radio International

criPublished: 2021-10-28 19:15:52
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

কী থাকছে এবারের পর্বে

১. সাম্প্রদায়িকতাকে প্রতিহত করতে হবে: সাক্ষাৎকার শেলী সেনগুপ্তা

২. এগিয়ে যাচ্ছেন তিব্বতের নারী

৩. তিব্বতের লোকজ সংগীত

৪. আশার আলো ছড়াচ্ছেন লিং ফং

৫. নারীদের ই-কমার্স মেলা

চীন আন্তর্জাতিক বেতারের ঢাকা স্টেশন থেকে প্রচারিত আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া।

সাম্প্রদায়িক সম্প্রীতি হলো বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্য। কিন্তু সম্প্রতি কয়েকটি অনভিপ্রেত ঘটনায় বাংলাদেশের কয়েক স্থানে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি হয়েছে যা অত্যন্ত দুঃখজনক। যে কোন সাম্প্রদায়িক অস্থিরতার প্রথম আঘাত পড়ে নারী ও শিশুর জীবনে। এই প্রসঙ্গে আজ আমরা কথা বলছি বিশিষ্ট লেখক এবং সমাজসেবী, রোটারি ক্লাব অব ঢাকা ড্রিমার্সের প্রেসিডেন্ট শেলী সেনগুপ্তার সঙ্গে। আমাদের অনুষ্ঠানে তাকে স্বাগত জানাই।

সাক্ষাৎকার

সাম্প্রদায়িকতাকে প্রতিহত করতে হবে: শেলী সেনগুপ্তা

কবি, কথাসাহিত্যিক শেলী সেনগুপ্তা মনে করেন, সাম্প্রদায়িকতাকে প্রতিহত করতে হলে প্রয়োজন গণমানসে সচেতনতা গড়ে তোলা। এ জন্য সচেতন ও মুক্তবুদ্ধির মানুষদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তিনি মনে করেন, বাংলাদেশে কয়েকটি স্থানে যে সাম্প্রদায়িক অস্থিরতা দেখা দিয়েছে তা কতিপয় দুষ্টু বুদ্ধির মানুষের অপকর্মের ফল। ‘দুষ্টুবুদ্ধির মানুষের সংখ্যা কম, ভালো বুদ্ধির মানুষের সংখ্যা বেশি’, বললেন তিনি। সাম্প্রদায়িক যে কোন সংঘাতে বা যুদ্ধে বা যেকোন অস্থিতিশীল পরিস্থিতিতে নারী ও শিশু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কারণ সমাজে নারী ও শিশুর অবস্থান অপেক্ষাকৃত দুর্বল।

শৈশবে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে বেড়ে উঠেছেন। তিনি দেখেছেন সকল সম্প্রদায়ের মিলিত একটি শান্তিময় পরিবেশ। তিনি কবিতার মাধ্যমে নিজের অনুভূতি ব্যক্ত করেন। শেলী সেনগুপ্তা মনে করেন এখন সমাজের সচেতন মানুষ বিশেষ করে লেখকদের এগিয়ে আসতে হবে তাদের লেখনীর মাধ্যমে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে হবে। সাম্প্রদায়িকতামুক্ত সুখী ও সম্প্রীতিময় বাংলাদেশের প্রত্যাশা তার।

এগিয়ে যাচ্ছেন তিব্বতের নারী

1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn