বাংলা

আকাশ ছুঁতে চাই ৪৫-China Radio International

criPublished: 2021-10-28 19:15:52
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনের স্বায়ত্বশাসিত অঞ্চল তিব্বতে নারীদের মর্যাদা উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের জাতীয় কমিটির সদস্য পেনপা লামো। বিস্তারিত রয়েছে প্রতিবেদনে।

তিব্বতের নারীদের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। গত কয়েক দশকে নারীরা রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিকসহ বিভিন্ন ক্ষেত্রে সমানভাবে অংশ নিয়ে আসছে। প্রতিনিয়তই জীবনের সব ক্ষেত্রে তাদের দৃষ্টান্তমূলক কৃতিত্ব দেখিয়ে আসছে তারা। চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের জাতীয় কমিটির সদস্য এবং তিব্বতী একাডেমি অফ সোশ্যাল সায়েন্সের সাউথ এশিয়া ইনস্টিটিউটের প্রধান পেনপা লামো সম্প্রতি গণমাধ্যমকে এ কথা বলেন। তিনি বলেন, তিব্বতের শান্তিপূর্ণ মুক্তির ৭০ বছরে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে মানুষের জীবনযাত্রায়। শহুরে এবং গ্রামীন জীবন যাপনে ব্যাপক পরিবর্তন এসেছে। আধুনিকতার পাশাপাশি শিক্ষা থেকে শুরু করে সব ক্ষেত্রে নারীরা এগিয়েছে বলেও মন্তব্য করেন পেনপা।

সুপ্রিয় শ্রোতা এখন শুনুন তিব্বতের একটি জনপ্রিয় লোকসংগীত।

আশার আলো ছড়াচ্ছেন লিং ফং

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn