আকাশ ছুঁতে চাই পর্ব ৩৯-China Radio International
সিনচিয়াংয়ের কাশগর শহরের উইগুর মুসলিম নারী মারিয়াম মামাতালি। ৩৪ বছর বয়সী এই নারীর বিশাল ছবি শোভা পাচ্ছে নানডা নিউ এগ্রিকালচারাল গ্রুপের কারখানার দেয়ালে। তিনি সাধারণ একজন কর্মী থেকে কারখানার রম্যানেজারের পদ পেয়েছেন। তার হাসিতেই রয়েছে আত্মবিশ্বাসের প্রকাশ।
তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই আমি কঠোর পরিশ্রমে অভ্যস্ত। কারখানার চাকরিতে আমি বিশ্বস্ততার সঙ্গে কাজ করেছি। কর্তৃপক্ষ আমার আন্তরিকতা লক্ষ্য করে ম্যানেজারের পদ দিয়েছেন।’
মারিয়াম তার বেতনের টাকায় বাড়িঘরের উন্নতি ঘটিয়েছেন। তার একটি ছোট ফল বাগানও রয়েছে। স্বামী , দুই যমজ মেয়ে এবং এক ছেলে নিয়ে তার সুখের সংসার। নিজস্ব মোটর গাড়ি কিনবেন আগামি মাসে। মারিয়ামের মতো নারীরা পালটে দিচ্ছেন পরিবারের চেহারা।
সিনচিয়াংয়ে ২০১৯ সালে ৪ লাখ৮০ হাজার ৯০০ নতুন চাকরির সুযোগ সৃষ্টি হয়েছে যার ৪৭.৪ শতাংশ গ্রহণ করেছেন নারীরা। সিনচিয়াংয়ে সিনিয়র প্রফেশালদের মধ্যে অন্তত ৩৫ শতাংশ এবং ২৫ শতাংশ ম্যানেজেরিয়াল পদে নারীকে দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
২০১১ থেকে ২০২০ সালের মধ্যে নারী ও শিশুর উন্নয়নের জন্য ২০১১ সালে স্থানীয় সরকার নীতি নির্ধারণ করে যা এখন সিনচিয়াংয়ের নারীদের জীবন উন্নয়নে দারুণ সাফল্যজনক বলে প্রমাণিত হয়েছে।
প্রিয় শ্রোতা আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌছে গেছি আমরা। অনুষ্ঠানটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না কিন্তু। আমাদের অনুষ্ঠান আপনারা সবসময় শুনতে পাবেন, ঢাকায় এফ এম ১০২ এবং চট্টগ্রামে এফ এম ৯০ মেগাহার্টজে এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজে। জেনে নিন আমাদের ইমেইল অ্যাডরেস, cmg.bangla@gmail.com আমাদের ফেসবুক পেজ facebook.com/CRIbangla এবং facebook.com/CMGbangla এবংআমাদের সাক্ষাৎকারগুলো ইউটিউবে দেখতে পাবেন। youtube.com/CMGbangla.
আজ এ পর্যন্তই। সুস্থ থাকুন ভালো থাকুন। আবার কথা হবে। চাই চিয়েন।
সার্বিক সম্পাদনা: ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী
লেখা, গ্রন্থনা ও উপস্থাপনা: শান্তা মারিয়া
আফগান নারী বিষয়ক প্রতিবেদন: রওজায়ে জাবিদা ঐশী
অরণ্যরক্ষী ও সিনচিয়াং বিষয়ক প্রতিবেদন: শান্তা মারিয়া
অডিও সম্পাদনা: রওজায়ে জাবিদা ঐশী