আকাশ ছুঁতে চাই ৩২-China Radio International
মেকআপ আর্টিস্ট সাহার আহমাদ। কোভিড-১৯ মহামারির কারণে আরোপিত বিভিন্ন বিধিনিষেধের মধ্যে ফিলিস্তিনের নারীদের জন্য কিছু করার অনুপ্রেরণা পান তিনি। তিনি সিদ্ধান্ত নেন ইসরায়েলি সামরিক সেনাদের জন্য যেসব মেয়েদের ঘর থেকে বের হতে সমস্যায় পড়তে হচ্ছে তাদের তিনি ক্লায়েন্ট বানাবেন। এই উদ্দেশ্যে তিনি ফিলিস্তিনের পশ্চিম তীরে গোলাপি ও কালো রঙের একটি মিনিবাসে করে গ্লিটার নামে পরিচিত ‘পথে বিউটি’ এ স্লোগানে যাত্রা শুরু করেন। এই মিনিবাসেই সব উপকরণ নিয়ে সাহার ছুটে বেড়াচ্ছেন এপার ওপার। সম্প্রতি চালু হওয়া পোর্টেবল হেয়ার এবং বিউটি স্যালুনটি ব্রাইডসহ নানা ভাবে মেয়েদের রূপ সজ্জিত করে সহযোগিতা করে যাচ্ছে।
প্রিয় শ্রোতা আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌছে গেছি আমরা। অনুষ্ঠানটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না কিন্তু। আমাদের অনুষ্ঠান আপনারা সবসময় শুনতে পাবেন, ঢাকায় এফ এম ১০২ এবং চট্টগ্রামে এফ এম ৯০ মেগাহার্টজে এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজে। জেনে নিন আমাদের ইমেইল অ্যাডরেস, cmg.bangla@gmail.com আমাদের ফেসবুক পেজ facebook.com/CRIbangla এবং facebook.com/CMGbangla এবংআমাদের সাক্ষাৎকারগুলো ইউটিউবে দেখতে পাবেন। youtube.com/CMGbangla. আজ এ পর্যন্তই। সুস্থ থাকুন ভালো থাকুন। আবার কথা হবে। চাই চিয়েন।
সার্বিক সম্পাদনা: ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী
লেখা, গ্রন্থনা ও উপস্থাপনা: শান্তা মারিয়া
স্বর্ণজয়ী ইয়াং ছিয়ান এবং ফিলিস্তিনের নারীদের জন্য রূপসজ্জা বিষয়ক প্রতিবেদন: রওজায়ে জাবিদা ঐশী
অলিম্পিকে বাংলাদেশী নারীদের অংশগ্রহণ বিষয়ক প্রতিবেদন: হোসনে মোবারক সৌরভ
সিনচিয়াংয়ে নতুন যুগের নারী বিষয়ক প্রতিবেদন: শান্তা মারিয়া
অডিও সম্পাদনা: রওজায়ে জাবিদা ঐশী