আকাশ ছুঁতে চাই ২৪-China Radio International
ওয়াং ফং ইং চীনের বিখ্যাত ব্যবসায়ী। চীনের বৃহত্তম স্পোর্টসকার ও পিকআপ ট্রাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্রেটওয়াল মোটরের তিনি সিইওি এবং ডেপুটি চেয়ারম্যান। ওয়াং ফং ইংয়ের জন্ম উত্তর চীনের হ্যপেই প্রদেশের পাওতিং শহরে ১৯৭০ সালে। ১৯৯১ সালে তিনি থিয়ানচিন ইন্সটিটিউট অব ফিনান্স থেকে ব্যাচেলর ডিগ্রি লাভ করেন। ১৯৯৯ সালে একই প্রতিষ্ঠান থেকে ফিনান্সে মেজর নিয়ে তিনি মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
১৯৯১ সালে চীনের বিখ্যাত মোটরগাড়ি প্রস্ততকারী প্রতিষ্ঠান গ্রেটওয়াল মোটরে যোগ দেন ওয়াং। তখন তার বয়স মাত্র একুশ বছর। ২০০৩ সালে তিনি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর পদ লাভ করেন। ফোর্বস ম্যাগাজিন ২০১৭ সালে ওয়াং ফং ইংকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীর তালিকায় একশ জনের মধ্যে ৬২ নম্বরে স্থান দেয়। তিনি ২০১৯ এবং ২০২০ সালেও ফোর্বস ম্যাগাজিনে বিশ্বের ১০০ ক্ষমতাধর নারীর তালিকায় রয়েছেন। ২০১৮ সালে চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসে বক্তব্য রাখার সময় গ্রেট ওয়াল মোটর প্রতিষ্ঠানের লক্ষ্য বিষয়ে ওয়াং বলেন যে, ২০২৫ সালের মধ্যে গাড়ি বিক্রির সংখ্যা বর্তমানের দ্বিগুণ করা হবে এবং ইলেকট্রিক এবং হাইব্রড প্লাগইন গাড়ির সংখ্যা বাড়ানো হবে। ওয়াং ফং ইং তার কর্মদক্ষতা ও বিচক্ষণতায় চীনের বিজনেস এক্সিকিউটিভ নারীদের অন্যতম আইকনে পরিণত হয়েছেন।
প্রিয় শ্রোতা আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌছে গেছি আমরা। অনুষ্ঠানটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না কিন্তু। আমাদের অনুষ্ঠান আপনারা সবসময় শুনতে পাবেন, ঢাকায় এফ এম ১০২ এবং চট্টগ্রামে এফ এম ৯০ মেগাহার্টজে এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজে। জেনে নিন আমাদের ইমেইল অ্যাডরেস, cmg.bangla@gmail.com আমাদের ফেসবুক পেজ facebook.com/CRIbangla এবং facebook.com/CMGbangla এবংআমাদের সাক্ষাৎকারগুলো ইউটিউবে দেখতে পাবেন। youtube.com/CMGbangla.
সার্বিক সম্পাদনা: ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী
লেখা, গ্রন্থনা ও উপস্থাপনা: শান্তা মারিয়া
কুসুমকুমারী দাশ বিষয়ে প্রতিবেদন: রওজায়ে জাবিদা ঐশী
অডিও সম্পাদনা: হোসনে মোবারক সৌরভ