আকাশ ছুঁতে চাই ২৪-China Radio International
নারীর সুরক্ষায় আইনের যথাযথ প্রয়োগ চাই
কী থাকছে আমাদের অনুষ্ঠানে
১. সাক্ষাৎকার: অ্যাডভোকেট দিলরুবা সরমিন
২. গ্রামের ভাগ্য বদলে দিলেন বিচক্ষণ নারী লান নিয়ানইং
৩. গান: শিল্পী ছাই চিয়ান ইয়া, গানের শিরোনাম: যখন আমি তোমাকে মিস করি
৪. বিখ্যাত বাঙালি নারী: কবি কুসুমকুমারী দাশ
৫. চীনের বিখ্যাত বিজনেস এক্সিকিউটিভ: ওয়াং ফং ইং
চীন আন্তর্জাতিক বেতারের ঢাকা স্টেশন থেকে প্রচারিত আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। কেমন আছেন আপনারা? আশাকরি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানে আমরা কথা বলি সেইসব নারীর সঙ্গে যারা সাফল্যের আকাশ স্পর্শ করেছেন অথবা স্পর্শ করতে চান। আমাদের আজকের অতিথি অ্যাডভোকেট এবং মানবাধিকার কর্মী দিলরুবা সরমিন। ভার্চুয়ালি তিনি যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে।
সাক্ষাৎকার
নারীর সুরক্ষায় আইনের যথাযথ প্রয়োগ চাই: অ্যাডভোকেট দিলরুবা সরমিন
দিলরুবা সরমিন একজন সিনিয়র আইনজীবী। তিনি দীর্ঘদিন ধরে নারীর মানবাধিকার বিষয়ে লেখালেখি করছেন এবং কাজ করছেন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে। তিনি বলেন, ‘নারী নির্যাতন প্রতিরোধে আমাদের কঠোর আইন রয়েছে। কিন্তু প্রয়োগ নেই। নারীর অধিকার প্রতিষ্ঠায় দরকার আইনের সুষ্ঠু প্রয়োগ।’ ভিকটিম যেন আইনের আশ্রয় পাওয়ার পর্যায় পর্যন্ত পৌঁছুতে পারে সেটা নিশ্চিত করা দরকার বলে তিনি মনে করেন। ভিকটিম যেন পুনর্বাসিত হতে পারে সেদিকেও সরকারি উদ্যোগ প্রয়োজন।