‘বিজনেস টাইম’ পর্ব- ৩৮
চীন ও চীনের বাইরের দুনিয়ার ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি-উন্নয়নের হালচাল নিয়ে নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান ‘বিজনেস টাইম’।
বিজনেস টাইম’ য়ের এই পর্বে থাকছে:
Ø বিশ্বের ১৫২ দেশ ও অঞ্চলের অংশগ্রহণে শাংহাইয়ে চলছে সপ্তম চীন আন্তর্জাতিক আমদানি মেলা
বিশ্বের ১৫২ দেশ ও অঞ্চলের অংশগ্রহণে শাংহাইয়ে চলছে সপ্তম চীন আন্তর্জাতিক আমদানি মেলা
‘নিউ এরা শেয়ারড ফিউচার’ এই প্রতিপাদ্যে সিআইআইই মেলায় বেশ কয়েকটি নতুন পণ্যসহ, ৪০০টিরও বেশি অত্যাধুনিক পণ্য, প্রযুক্তি এবং পরিষেবা প্রদর্শিত হচ্ছে।
আন্তর্জাতিক আমদানি মেলা সিআইআইই-র উদ্বোধন করেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার বিন ইব্রাহিম উজবেকিস্তানের প্রধানমন্ত্রী আবদুল্লাহ আরিপভসহ কাজাখস্তান,মঙ্গোলিয়ার এবং সার্বিয়ার প্রধানমন্ত্রীগণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সোমবার উদ্বোধনী অনুষ্ঠানে চীনের প্রধানমন্ত্রী লি বলেন,
”সিআইআইই হচ্ছে চীনের উন্মুক্তকরণ সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ এবং এ ব্যাপারে বিশ্বকে দেওয়া চীনের প্রতিশ্রুতির পূরণ। আজ যেখানে বিশ্বায়নবিরোধী প্রবণতা বাড়ছে এবং একতরফাবাদ ও সংরক্ষণবাদ শক্তিশালী হচ্ছে। সেখানে উন্মুক্তকরণ বজায় রাখতে, বাড়াতে এবং উন্নত করতে হবে। আর এর লক্ষ্য হবে, স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা , উন্নয়ন এবং সমৃদ্ধি ত্বরান্বিত করা।”
পারস্পরিক কল্যাণের ভিত্তিতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী লি জানান চীন বিভিন্ন পক্ষের সাথে একসাথে আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থাগুলোর সহযোগিতায় ইতিবাচক বিশ্ব অর্থনীতি গড়ে তুলতে ভূমিকা রেখে যাবে।