বাংলা

‘বিজনেস টাইম’ পর্ব- ৩৮

CMGPublished: 2024-11-10 19:11:58
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক এনগোজি ওকোনজো-আইওয়ালা ও জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনের মহাসচিব রেবেকা গ্রিনস্প্যান মেলার সাফল্য কামনা করে একটি ভিডিও-বার্তা পাঠান।

বিভিন্ন দেশকে দর্শনার্থীরা এই মেলায় বিভিন্ন পণ্য ও পন্য পরিষেবা ঘুরে দেখেন। মেলাটি একটি মিলনমেলা যেখানে বাণিজ্যের অবারিত সম্ভাবনা গড়ে উঠে এমনটাই বললে বাংলাদেশি এক দর্শনার্থী।

ন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে মেলায় প্রথম দিনে ৫০মিলিয়ন মার্কিন ডলার মূল্যের চুক্তি স্বাক্ষরিত হয়।

আয়োজকরা বলেছেন, ৫ নভেম্বর থেকে শুরু হওয়া ছয় দিন ব্যাপী এই মেলা চলবে ১০ নভেম্বর পর্যন্ত।

প্রতিবেদন: শাহানশাহ রাসেল

সম্পাদনা: শান্তা মারিয়া

Ø আমদানি মেলায় অংশগ্রহণকারী বাংলাদেশি নারী উদ্যোক্তার সাক্ষাৎকার

পরিবেশবান্ধব পাঠজাতীয় পণ্য নিয়ে বাংলাদেশ থেকে তাহেরা আক্তার নামে এক নারী উদ্যোক্তা সাংহাই আন্তর্জাতিক আমদানী এক্সপোতে অংশ নিয়েছেন চায়না আন্তর্জাতিক বেতারকে দেয়া এক সাক্ষাৎকারে সিআইআইই সম্পর্কে বলেন এই প্ল্যাটফর্মটি তার মতো একজন ক্ষুদ্র উদ্যোক্তার দিন বদলে দিয়েছে। এক ছাতার নিচে সারা বিশ্ব থেকে আসা বিভিন্ন দেশের মানুষ ও উদ্যোক্তাদের সম্মেলন ঘটে। যা যেকোন দেশের বাণিজ্য ও অর্থনীতিকে গতিশীল করতে ভূমিকা রাখে।

প্রযোজনা ও উপস্থাপনা: শাহানশাহ রাসেল

অডিও সম্পাদনা: নাজমুল হক রাইয়ান

সার্বিক তত্ত্বাবধান: ইউ কুয়াং ইউয়ে আনন্দী

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn