‘বিজনেস টাইম’ পর্ব- ৩৮
চীন ও চীনের বাইরের দুনিয়ার ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি-উন্নয়নের হালচাল নিয়ে নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান ‘বিজনেস টাইম’।
বিজনেস টাইম’ য়ের এই পর্বে থাকছে:
Ø বিশ্বের ১৫২ দেশ ও অঞ্চলের অংশগ্রহণে শাংহাইয়ে চলছে সপ্তম চীন আন্তর্জাতিক আমদানি মেলা
বিশ্বের ১৫২ দেশ ও অঞ্চলের অংশগ্রহণে শাংহাইয়ে চলছে সপ্তম চীন আন্তর্জাতিক আমদানি মেলা
‘নিউ এরা শেয়ারড ফিউচার’ এই প্রতিপাদ্যে সিআইআইই মেলায় বেশ কয়েকটি নতুন পণ্যসহ, ৪০০টিরও বেশি অত্যাধুনিক পণ্য, প্রযুক্তি এবং পরিষেবা প্রদর্শিত হচ্ছে।
আন্তর্জাতিক আমদানি মেলা সিআইআইই-র উদ্বোধন করেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার বিন ইব্রাহিম উজবেকিস্তানের প্রধানমন্ত্রী আবদুল্লাহ আরিপভসহ কাজাখস্তান,মঙ্গোলিয়ার এবং সার্বিয়ার প্রধানমন্ত্রীগণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সোমবার উদ্বোধনী অনুষ্ঠানে চীনের প্রধানমন্ত্রী লি বলেন,
”সিআইআইই হচ্ছে চীনের উন্মুক্তকরণ সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ এবং এ ব্যাপারে বিশ্বকে দেওয়া চীনের প্রতিশ্রুতির পূরণ। আজ যেখানে বিশ্বায়নবিরোধী প্রবণতা বাড়ছে এবং একতরফাবাদ ও সংরক্ষণবাদ শক্তিশালী হচ্ছে। সেখানে উন্মুক্তকরণ বজায় রাখতে, বাড়াতে এবং উন্নত করতে হবে। আর এর লক্ষ্য হবে, স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা , উন্নয়ন এবং সমৃদ্ধি ত্বরান্বিত করা।”
পারস্পরিক কল্যাণের ভিত্তিতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী লি জানান চীন বিভিন্ন পক্ষের সাথে একসাথে আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থাগুলোর সহযোগিতায় ইতিবাচক বিশ্ব অর্থনীতি গড়ে তুলতে ভূমিকা রেখে যাবে।
বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক এনগোজি ওকোনজো-আইওয়ালা ও জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনের মহাসচিব রেবেকা গ্রিনস্প্যান মেলার সাফল্য কামনা করে একটি ভিডিও-বার্তা পাঠান।
বিভিন্ন দেশকে দর্শনার্থীরা এই মেলায় বিভিন্ন পণ্য ও পন্য পরিষেবা ঘুরে দেখেন। মেলাটি একটি মিলনমেলা যেখানে বাণিজ্যের অবারিত সম্ভাবনা গড়ে উঠে এমনটাই বললে বাংলাদেশি এক দর্শনার্থী।
ন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে মেলায় প্রথম দিনে ৫০মিলিয়ন মার্কিন ডলার মূল্যের চুক্তি স্বাক্ষরিত হয়।
আয়োজকরা বলেছেন, ৫ নভেম্বর থেকে শুরু হওয়া ছয় দিন ব্যাপী এই মেলা চলবে ১০ নভেম্বর পর্যন্ত।
প্রতিবেদন: শাহানশাহ রাসেল
সম্পাদনা: শান্তা মারিয়া
Ø আমদানি মেলায় অংশগ্রহণকারী বাংলাদেশি নারী উদ্যোক্তার সাক্ষাৎকার
পরিবেশবান্ধব পাঠজাতীয় পণ্য নিয়ে বাংলাদেশ থেকে তাহেরা আক্তার নামে এক নারী উদ্যোক্তা সাংহাই আন্তর্জাতিক আমদানী এক্সপোতে অংশ নিয়েছেন চায়না আন্তর্জাতিক বেতারকে দেয়া এক সাক্ষাৎকারে সিআইআইই সম্পর্কে বলেন এই প্ল্যাটফর্মটি তার মতো একজন ক্ষুদ্র উদ্যোক্তার দিন বদলে দিয়েছে। এক ছাতার নিচে সারা বিশ্ব থেকে আসা বিভিন্ন দেশের মানুষ ও উদ্যোক্তাদের সম্মেলন ঘটে। যা যেকোন দেশের বাণিজ্য ও অর্থনীতিকে গতিশীল করতে ভূমিকা রাখে।
প্রযোজনা ও উপস্থাপনা: শাহানশাহ রাসেল
অডিও সম্পাদনা: নাজমুল হক রাইয়ান
সার্বিক তত্ত্বাবধান: ইউ কুয়াং ইউয়ে আনন্দী