‘বিজনেস টাইম’পর্ব- ২৮
এটি এরইমধ্যে ট্রিপল এ রেটিং পেয়েছে।
চীনের অনেক ঐতিহ্যবাহী সাংস্কৃতিক উপাদানের দেখা মিলবে ব্ল্যাক মিথ উখং গেমটিতে, যেগুলো দেশ-বিদেশের গেমারদের মধ্যে প্রাচীন চীনা স্থাপত্য ও সংস্কৃতির প্রতি দারুণ আকর্ষণ তৈরি করেছে।
গেমটিতে চীনজুড়ে থাকা ৩৬টি আইকনিক ল্যান্ডমার্ক দেখানো হয়েছে, যার মধ্যে ২৭টির দেখা মিলবে উত্তর চীনের শানসি প্রদেশে। সরাসরি ছবি তুলে বিশেষ প্রক্রিয়ায় ত্রিমাত্রিমক স্ক্যান করে এ স্থানগুলোর ডিজিটাল নকশা তৈরি করা হয়েছে গেমটিতে।
গেইমটি শুধু যে চীনের আইটি শিল্পের প্রসার ঘটাচ্ছে তা নয়, ব্ল্যাক মিথ উখংয়ে দেখানো স্থাপনাগুলোয় বেড়েছে পর্যটকদের আনাগোনা।
চাঞ্চল্যকর এ গেমটি বিশ্বব্যাপী গেমারদের আকর্ষণীয় এক চীনা পৌরাণিক জগতের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে। চীনা অপেরার ছন্দে ছন্দে এ খেলাটিতে দেখানো হয়েছে চীনের মহিমান্বিত পর্বত, নদী এবং কালোত্তীর্ণ সব উপসনালয়। গেমাররাও শুধু ডিজিটাল পর্দায় নিজেদের আটকে না থেকে সরাসরি এসব ঐতিহ্য দেখতে ছুটে চলেছেন নানা পর্যটন স্পটে।
।। প্রতিবেদন: ফয়সল আব্দুল্লাহ
।। সম্পাদনা: শাহানশাহ রাসেল
§ বার্ষিক উদ্যোক্তা সম্মেলনের খবর
বাণিজ্য সম্প্রসারণ ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কোন উদ্যোগ বা আইডিয়া এবং উদ্যোক্তা। থাকছে এনিয়ে কিছু তথ্য:
২০২৪ সালের সান আইল্যান্ড বার্ষিক উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে হারবিনে। চীনের উত্তর-পূর্ব হেইলংচিয়াং প্রদেশের রাজধানী হারবিনে তিন দিন ব্যাপি চলে এই সম্মেলন।
এক হাজারেরও বেশি উদ্যোক্তার অংশগ্রহণে উদ্ভাবন ও বিকাশের পথ অনুসন্ধান এবং উন্নত মানের উৎপাদনশীল ক্ষমতার বিকাশ বিষয় নিয়ে আলোচনা করা হয় সম্মেলনে।
এদিকে হয়ে গেল আরেকটি সম্মেলন , হাইকুল বৈশ্বিক উদ্যোক্তা সম্মেলন ২০২৪। এটি বিশ্বজুড়ে স্টার্টআপ বা নতুন উদ্যোক্তাদের ধারণা বিনিময় এবং সুযোগ সন্ধানের একটি প্ল্যাটফর্ম।
এই ইভেন্টে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে স্টার্টআপ দলগুলো ভেঞ্চার ক্যাপিটাল সংস্থাগুলোর কাছ থেকে তহবিল পাওয়ার আশায় তাদের যার যার ধারণা ও পণ্য উপস্থাপন করে।
২০২০ সাল থেকে শুরু হওয়া প্রতিযোগিতায় ১৪৫টি দেশ ও অঞ্চলের উদ্যোক্তারা অংশ নেয়। এ পর্যন্ত এখানে উপস্থাপিত ২৪ হাজারের বেশি প্রকল্প বিনিয়োগকারীদের আকর্ষণ করেছে।
আয়োজকরা জানান, বিদেশি অংশগ্রহণকারীদের সংখ্যা গতবছরের চেয়ে দ্বিগুণ হয়ে ৩ হাজার ২শ’ ছাড়িয়ে গেছে।
তিন দিনের এই শীর্ষ সম্মেলনে পুরস্কার বিতরণ অনুষ্ঠান, উদ্ভাবনী অনুশীলন, ফোরাম, গোলটেবিল প্রদর্শনী, উদ্যোক্তাদের শীর্ষ-স্তরের জোটের উদ্বোধনসহ আরও কিছু থিমেটিক ইভেন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রযোজনা ও উপস্থাপনা: শাহানশাহ রাসেল
অডিও সম্পাদনা: নাজমুল হক রাইয়ান
সার্বিক তত্ত্বাবধান: ইউ কুয়াং ইউয়ে আনন্দী