‘বিজনেস টাইম’পর্ব- ২৮
চীনে এরকম ৫০ হাজারেরও বেশি পুরান শহর গুলোর আবাসন ও উন্নয়নের জন্য কাজ করবে প্রশাসন। ’গুড হোমস’ বা ভালো বাড়ি তৈরি এই গতি হবে ত্বরান্বিত, যা হবে সবুজ, যা কার্বন নিঃসরণ কমাবে, হবে আধুনিক এবং নিরাপদ। মানুষের জীবনমান হবে সুন্দর।
।। প্রতিবেদন: শাহানশাহ রাসেল
।। সম্পাদনা: ফয়সল আব্দুল্লাহ
§ ভিডিও গেমের দুনিয়া কাঁপাচ্ছে চীনা গেইম সায়েন্সের ব্ল্যাক মিথ উখং গেমটি
ব্ল্যাক মিথ উখং। বহুল প্রত্যাশিত এই গেমটি বাজারে আসার দিন থেকেই বদলে দিয়েছে চীনের গেমিং শিল্পের মানচিত্র। রিলিজ পাওয়ার দিন সকালেই গেমিং প্লাটফার্ম স্টিমে খেলাটি একযোগে খেলতে শুরু করে সাড়ে ১০ লাখ গেইমার। তিন দিন না পেরোতেই বিশ্বজুড়ে গেইমটি বিক্রি হয় এক কোটিরও বেশি কপি। সেদিনই স্টিম প্লাটফর্মের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ জনপ্রিয় গেমের জায়গা দখল করে ব্ল্যাক মিথ উখং।
ষোড়শ শতকে লেখা চীনের উপন্যাস ‘পশ্চিমের পথে যাত্রা’ ও সেই গল্পের প্রধান চরিত্র বানর রাজার কাহিনি থেকেই তৈরি হয়েছে এই ভিডিও গেইম। প্রতিটি মিশনেই মিলবে প্রাচীন চীনের আবহ, এবং সেই সময়কার চীনা নির্মাণশৈলী। গেইমের প্রতিটি পর্বে বানর রাজাকে মোকাবেলা করতে হবে
চীনের পৌরাণিক সব দৈত্য-দানোর সঙ্গে, খুঁজে বেড়াতে হবে প্রাচীন চীনের বিভিন্ন মূল্যবান সামগ্রী।
‘এ গেমে আমার কাছে সত্যিই দুর্দান্ত লেগেছে তা হলো এর দৈত্যগুলোর নকশা। বিশেষ করে রক্তের পুকুরে থাকা বাঘটি আমার মনে গভীর ছাপ ফেলেছে। আমি এর মধ্যে চীনা সংস্কৃতির একটি আভাস পেয়েছি এবং এটি সত্যিই আমাকে বেশ টেনেছে।’ একজন গেমারের অভিজ্ঞতা এভাবেই বর্ণনা করলেন।