বাংলা

‘বিজনেস টাইম’পর্ব- ২৮

CMGPublished: 2024-08-30 14:39:52
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীন ও চীনের বাইরের দুনিয়ার ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি-উন্নয়নের হালচাল নিয়ে নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান ‘বিজনেস টাইম’।

বিজনেস টাইম’ য়ের এই পর্বে থাকছে:

§ থাকছে বার্ষিক উদ্যোক্তা সম্মেলনের খবর

§ গ্রাম ও পুরান শহরকে উন্নত মানে উন্নয়ন ও আবাসনে চীনের সফল্য

কাজের অগ্রগতি নিয়ে বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে অয়োজন করে চীনের আবাসন ও শহর-গ্রাম উন্নয়ন মন্ত্রণালয় । চীনের আবাসন ও শহর-গ্রাম উন্নয়ন বিষয়ক মন্ত্রী নি হং বলেন,

”২০২৩ সালের শেষ নাগাদ ৬৪ হাজার বর্গ কিলোমিটার জুড়ে শহরাঞ্চলে নির্মিত হয়েছে আবাসন যা জনপ্রতি গৃহনির্মাণ ৪০ বর্গ মিটার অতিক্রম করেছে। এতে চীনের ১৫ কোটিরও বেশি মানুষের উপকার হয়েছে বলে জানিয়েছেন নি হং।

তিনি আরও বলেন, ’প্রথম সাত মাসে সরকারি ভর্তুকিতে সাড়ে তেইশ লাখ ইউনিটের নতুন আবাসন নির্মিত হয়েছে সেই সঙ্গে ৪৪০ বিলিয়ন ইউয়ান বিনিয়োগে গ্রামের পুরাতন বাড়িগুলোকে সংস্কার করা হয়েছে।

গত বছরের শেষ নাগাদ ৬৪ হাজার বর্গকিলেমিটার এলাকা জুড়ে গৃহায়নের ফলে শহরায়ণের স্থায়ী বাসিন্দা হয়েছে ৯৩ কোটি মানুষ, যা শতকরা ৬৬ দশমিক এক ছয় ভাগ।’

শহরের কার্যক্রম ক্রমাগত উন্নত হচ্ছে পাশাপাশি জীবনযাপনের মানও উন্নত হচ্ছে। আড়াই লাখ নতুন আবাসন প্রকল্পে মধ্য দিয়ে পুরান শহর সংস্কারের ফলে ৪ কোটি ৪০ লাখ পরিবার সুবিধা পাচ্ছে উপকার হচ্ছে ১১ কোটি জনগণের এমনটাই বলেন মন্ত্রী লি।

সংবাদ সম্মলনের অন্য কর্মকতারা বলেন, আবাসন ও শহর-গ্রাম উন্নয়ন মন্ত্রনালয় মানুষের জন্য আবাসন নির্মাণ ও সরবরাহের এই প্রণোদনা চালিয়ে যাবে। স্থানীয় প্রশাসন যেন উন্নত যোগাযোগ ব্যবস্হা ও জনগণের সুযোগ সুবিধা সম্বলিত এলাকায় আরও গৃহায়ন প্রস্তুত কাজ অব্যাহত রাখে সেই দিক নির্দেশনাও দেন তারা।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn