চীনের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সাপ্তাহিক আয়োজন: বিজ্ঞানবিশ্ব
২০২২ সালে, ডিভাইসটি চীনের বাজারের অনুমোদন লাভ করে এবং এখন পর্যন্ত ১৯০ জনেরও বেশি চূড়ান্ত পর্যায়ের হৃদরোগীকে এটি সেবা দিচ্ছে বলে জানা গেছে।
এই যন্ত্রের ব্যবহারহারীরা রোগীদের কোমরে একটি ছোট কন্ট্রোলার পরতে হয়, যা আকারে একটি মোবাইল ফোনের সমান। মেশিনটি রক্ত পাম্পের গতি, প্রবাহ, শক্তি এবং হৃদস্পন্দনের ডেটা রেকর্ড করে। একটি পাতলা তারের সংযোগের মাধ্যমে যন্ত্রটি সারা শরীরে রক্ত পাম্প করতে সহায়তা করে।
টিইডিএ হাসপাতালের লিউ সিয়াওছেং জানালেন, চীনে কমপক্ষে এক কোটি ৬০ লাখ মানুষ হার্ট ফেইলিউরে আক্রান্ত। চীনে তৈরি এই কৃত্রিম হার্ট ডিভাইসটি তুলনামূলক সস্তা। নতুন হার্টকন-২ মডেলটি হবে আরও ছোট ও হালকা। নতুন সংস্করণটি নিয়ে এখন আরও কিছু পরীক্ষা চলছে।
|| প্রতিবেদন: ফয়সল আবদুল্লাহ
|| সম্পাদনা: শুভ আনোয়ার
শীর্ষ উদ্ভাবনী পুরষ্কার পেলো চীনের পানি শোধনাগার প্রকল্প
‘গ্লোবাল গ্র্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ড-২০২৪’ পুরষ্কার জয়ী হয়েছে চীনের বর্জ্যপানি শোধনাগারের একটি প্রকল্প। সম্প্রতি ইন্টারন্যাশনাল ওয়াটার অ্যাসোসিয়েশন (আইউব্লিউএ) এ পুরষ্কার প্রদান করে।
কানাডার টরেন্টোতে অনুষ্ঠিত ‘বিশ্ব পানি সম্মেলন ও প্রদর্শনীতে’ ‘স্টিমুলেটিং টেকনোলজি অ্যান্ড মার্কেট ট্রান্সফরমেশন: চায়না'স স্যুয়েজ রিসোর্স কনসেপ্ট প্ল্যান্ট’ শীর্ষক এ প্রকল্পটি শীর্ষ উদ্ভাবনী পুরষ্কার লাভ করে। সম্মেলনে বর্জ্যপানি পরিশোধন প্ল্যান্ট কমিটি এবং সিএসডি ওয়াটার সার্ভিস কোম্পানি লিমিটেডের হাতে এ পুরষ্কার তুলে দেওয়া হয়।
এই প্রকল্পের মূল লক্ষ্য হলো জলবায়ু পরিবর্তন, পানির অভাব এবং টেকসই জীবন যাপনের চ্যালেঞ্জগুলো কাটিয়ে ওঠা। চীনের এই প্রকল্পটি প্রতিদিন হাজার হাজার লিটার নষ্ট হওয়া পানিকে পরিষ্কার করে নতুন করে ব্যবহার উপযোগী করে তুলছে। এ প্রকল্পের মাধ্যমে প্রতিদিন ২০ হাজার ঘন মিটার বর্জ্য পানি পরিশোধন করা হচ্ছে।