‘বিজনেস টাইম’ পর্ব- ২৬
এতে করে হ্যনানের চেংচৌতে ইয়োংহুই সুপার মার্কেটের বিক্রিও বেড়েছে উল্লেখযোগ্যভাবে।
অফিসিয়াল তথ্যে দেখায়, নতুন করে খোলার প্রায় এক মাস পর, সুপারশপটির গড় বিক্রি দিনে ১৮ লাখ ইউয়ানে পৌঁছেছে।
বিশেষজ্ঞরা বলছেন, পাংতোংলাইয়ের এ সাফল্য মূলত চীনের সমগ্র খুচরা বাজারের বিবর্তনকেই ইঙ্গিত করে। ভোক্তাদের চাহিদার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার যে প্রচেষ্টা সুপারশপগুলোতে দেখা যায় তাতেও এটা পরিষ্কার যে, চীনের খুচরা বাজার এখন ভোক্তাদের মন জয় করার প্রচেষ্টা ও সৃজনশীল চিন্তাভাবনার পেছনেও সময় ব্যয় করছে।
।। প্রতিবেদন: ফয়সল আব্দুল্লাহ
।। সম্পাদনা: শাহানশাহ রাসেল
প্রযোজনা ও উপস্থাপনা: শাহানশাহ রাসেল
অডিও সম্পাদনা: নাজমুল হক রাইয়ান
সার্বিক তত্ত্বাবধান: ইউ কুয়াং ইউয়ে আনন্দী