‘বিজনেস টাইম’ পর্ব- ২৬
চীন ও চীনের বাইরের দুনিয়ার ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি-উন্নয়নের হালচাল নিয়ে নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান ‘বিজনেস টাইম’।
বিজনেস টাইম’ য়ের এই পর্বে থাকছে:
§ পরিবেশ বান্ধব শিল্প গড়ে তুলতে চীনকে অনুসরণ করে বাংলাদেশসহ উন্নয়নশীল দেশ কি পদক্ষেপ নিতে পারে: সাক্ষাৎকার
§ ২০৩৫ য়ের মধ্যে পুরো দেশকে পরিবেশ বান্ধব করে গড়ে তোলোর দিক নির্দেশনা, চলছে পুরো দমে কাজ
চীনা কমিউনিস্ট পার্টি ও রাস্ট্রীয় পরিষদ অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে চীনকে পরিবেশ বান্ধব করতে একটা সুনির্দিষ্ট দিক নির্দেশনা তৈরি করেছে। নির্দেশনার প্রধান লক্ষ্য দেশটি ২০৩০ সালের মধ্যে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে
পরিবেশ বান্ধবের সকল ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করবে। আর ২০৩৫ য়ের মধ্যে পরিবেশ বান্ধব, কম কার্বন নিঃসরণ, সামগ্রিক উন্নয়নের অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করে একটি সুন্দর চীন গড়ে তোলা হবে। সে লক্ষ্যে চীনের গ্রাম ও শহরগুলোর উন্নয়নে জ্বালানি,পরিবহন খাত, শিল্প কাঠামোকে পরিবেশ বান্ধব করে তোলার উদ্যোগ শুরু হয়েছে ব্যাপক ভাবে।
v পরিবেশ বান্ধব শিল্প গড়ে তুলতে চীনকে অনুসরণ করে বাংলাদেশসহ উন্নয়নশীল দেশ কি পদক্ষেপ নিতে পারে: সাক্ষাৎকার
বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলো কিভাবে পরিবেশ বান্ধব শিল্প প্রতিষ্ঠা করে নিজেরা কম কার্বন নিঃসরণ করে দেশ ও সামগ্রিক বিশ্ব বাঁচাতে পারে তা নিয়ে চায়না আর্ন্তজাতিক বেতারকে মতামত জানিয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজর গবেষণা পরিচালক ও অর্থনীতিবিদ ড. মাহফুজ কবীর।
§ অভিনব সেবা ব্যবসা পদ্ধতিতে জনপ্রিয় হচ্ছে চীনের সুপার শপগুলো
চীনের হ্যনান প্রদেশের সুপারশপ পাংতোংলাই। ভিন্ন কিছু কারণে সুপারশপটি আলোচিত হয়েছে গোটা চীনজুড়ে।