‘বিজনেস টাইম’পর্ব- ২৪
‘আমি সিশা দ্বীপ দেখতে চাই, কারণ বইয়ে দ্বীপটির মনোরম দৃশ্য এবং সমুদ্রের স্বচ্ছ পানি নিয়ে একটি নিবন্ধ পড়েছিলাম।’
কাও মিউয়িং-এর বাবা গাও হু বলেন,
‘আমরা আমাদের মেয়ের পরামর্শে এখানে আসার সিদ্ধান্ত নিয়েছি। সে তার পাঠ্যপুস্তক সাথে নিয়ে এ দ্বীপে ছবি তুলতে চায়।’
সানইয়া ফিনিক্স আইল্যান্ড ইন্টারন্যাশনাল ক্রুজ বন্দর থেকে প্রমোদতরীতে চড়ে ১২ ঘণ্টার যাত্রায় পর্যটকরা পৌঁছাতে পারবেন এই ভূস্বর্গে।
বিলাসবহুল প্রমোদতরীতে যাত্রীদের জন্য আছে বিশেষ কিছু সুবিধা। এখানে আছে একটি সামুদ্রিক জাদুঘর, সিনেমা হল এবং বইয়ের দোকান। বিনোদনের সব অনুষঙ্গই পাওয়া যাবে এখানে।
২০১৩ সালের এপ্রিল থেকে সিশা দ্বীপে প্রমোদভ্রমণ শুরু হয়েছে। এর অবকাঠামো, সেবা, ধারণক্ষমতা ও মান উন্নত হচ্ছে প্রতিবছর।
কেন্দ্রীয় কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে হাইনানকে একটি
শক্তিশালী পর্যটনকেন্দ্র ও পছন্দের গন্তব্য হিসেবে গড়ে তোলার জন্য কর্তৃপক্ষ সিশা দ্বীপপুঞ্জে ক্রমবর্ধমানভাবে পর্যটনের প্রসার ঘটাবে। সেই সঙ্গে বাড়বে আন্তঃসীমান্ত প্রমোদভ্রমণও।
v অলিম্পিকে সরব উপস্থিতি চীনা প্রযুক্তি কোম্পানিগুলোর
অলিম্পিক গেমসের ইতিহাসে প্রথমবারের মতো মিডিয়া সম্প্রচারে দূরবর্তী বিতরণে স্যাটেলাইট ব্রডকাস্টিংয়ের বিকল্প হিসেবে চালু হলো ক্লাউড কম্পিউটিং। আর এ পদ্ধতিতে এবার নেতৃত্ব দিচ্ছে চীন। মর্যাদাপূর্ণ এ ক্রীড়া ইভেন্টে চীনা প্রযুক্তি কোম্পানিগুলোর অংশগ্রহণ শুধু দর্শকদের খেলা দেখার নতুন অভিজ্ঞতাই দিচ্ছে না, বরং বিশ্ব মঞ্চে এ ধরনের সম্প্রচার ব্যবস্থায় চীনা কোম্পাানিগুলোর সক্ষমতা ও স্বীকৃতির নতুন অধ্যায় রচনা করছে।
এবারের অলিম্পিকে যে পরিমাণ লাইভ সিগনাল সম্প্রচার হচ্ছে তার দুই-তৃতীয়াংশেরও বেশি আসছে চীনা টেক জায়ান্ট আলিবাবা গ্রুপের ক্লাউড ব্রডকাস্টিং পরিষেবা আলিবাবা ক্লাউড থেকে। প্রতিষ্ঠানটি এবারের প্যারিস অলিম্পিকের বৈশ্বিক পার্টনার। অলিম্পিক ব্রডকাস্টিং সার্ভিসেসের সঙ্গে যৌথভাবে আলিবাবা ক্লাউড প্রথমবারের মতো চালু করেছে ওবিএস ৩.০ প্রযুক্তি, যা মিডিয়া আউটলেটগুলোকে অলিম্পিকের ছবি ও ভিডিও পাঠাচ্ছে।
আলিবাবা ক্লাউডের গ্লোবাল ক্লাউড অবকাঠামোর সাহায্যে এবারের অলিম্পিক ২০০টিরও বেশি দেশ ও অঞ্চলে মোট ১১ হাজার ঘণ্টার কনটেন্ট বিতরণ করা হবে, যা দেখবে বিশ্বের কোটি কোটি দর্শক।
তাৎক্ষণিক ছবি ও ভিডিওচিত্র দেখার ক্ষেত্রে ক্লাউড প্ল্যাটফর্ম এখন ট্রান্সমিশন বিশ্বের বাকিসব পদ্ধতিকে ছাড়িয়ে গেছে। এর বাণিজ্যিক পরিসরও ব্যাপক। সেই সঙ্গে এটি বেশ সাশ্রয়ীও।
আলিবাবা ক্লাউড প্যারিস গেমসে এআই যুক্ত মাল্টিক্যামেরা রিপ্লে সিস্টেমও দিচ্ছে। ব্যাডমিন্টন, ট্র্যাক অ্যান্ড ফিল্ড, বাস্কেটবল, বিচ ভলিবল এবং টেবিল টেনিসের মতো ২১টি খেলার জন্য ১৪টি ভেনুতে চালু হয়েছে এই সিস্টেম।
সিস্টেমগুলো ক্রীড়াবিদদের পারফরম্যান্সের স্লো-মোশন রিপ্লে দেখাবে। বিশ্বব্যাপী দর্শকরা এ খেলাগুলোর লাইভ ফুটেজকে সুনির্দিষ্ট থ্রিডি মডেলেও দেখতে পারবেন। এতে করে ক্রীড়া অনুরাগীরা অলিম্পিকে অভিজ্ঞতায় যেমন নতুনত্বের স্বাদ পাবেন, তেমনি পারফরম্যান্সের গভীরতা বিশ্লেষণেও পাবেন নতুন সুযোগ।
অলিম্পিকের স্পোর্টস ডেটা বিশ্লেষণ এবং প্রতিযোগিতার কৌশল সম্পর্কে পরামর্শ দেওয়ার জন্য চীনের বাস্কেটবল দলের সাথে কাজ করছে চীনা এআই কোম্পানি সেন্সটাইম এআই।