‘বিজনেস টাইম’পর্ব- ২৪
চীন ও চীনের বাইরের দুনিয়ার ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি-উন্নয়নের হালচাল নিয়ে নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান ‘বিজনেস টাইম’।
বিজনেস টাইম’ য়ের এই পর্বে থাকছে:
v পর্যটকদের কাছে জনপ্রিয়তার তুঙ্গে চীনের সিশা দ্বীপের প্রমোদভ্রমণ
v চীন জুড়ে এক নতুন অর্থনীতির বিকাশ ঘটাচ্ছে পোষাপ্রাণী
v পর্যটকদের কাছে জনপ্রিয়তার তুঙ্গে চীনের সিশা দ্বীপের প্রমোদভ্রমণ
এই গ্রীষ্মে দক্ষিণ চীনের হাইনান প্রদেশের সিশা দ্বীপ চীনা পর্যটকদের কাছে হয়ে উঠছে আকর্ষণের কেন্দ্র। দক্ষিণ চীন সাগরে সিশা দ্বীপপুঞ্জে গ্রীষ্মের নৈসর্গিক দৃশ্য উপভোগ করতে সেখানে আছে বিলাসবহুল প্রমোদতরী। যাতে চড়ে ঘুরে দেখা যাবে প্রকৃতি ও প্রাণবৈচিত্র্যের সম্ভার।
এর মাঝে আবার কেউ কেউ আছেন, যারা কিনা পাঠ্যবইতে এ দ্বীপের অবাক করা ভূদৃশ্যের বর্ণনা পড়ে বিমোহিত হয়েই এসেছেন এখানে।
পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের শিক্ষার্থী কাও মিউয়িং বলেন,