বাংলা

'বিজনেস টাইম'পর্ব- ১০

CMGPublished: 2024-04-26 22:17:04
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীন ও চীনের বাইরের দুনিয়ার ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি-উন্নয়নের হালচাল নিয়ে নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান ‘বিজনেস টাইম’।

এই পর্বে থাকছে:

১. চীনের কুয়াংচৌতে চলছে তিনলাখের বেশি নতুন পণ্য নিয়ে ১৩৫তম ক্যান্টন মেলা

২. ভোগ্যপণ্যের বাজারে এগিয়ে যাচ্ছে চীনের অর্থনীতি

চীনের কুয়াংচৌতে চলছে তিনলাখের বেশি নতুন পণ্য নিয়ে ১৩৫তম ক্যান্টন মেলা

দারুণ সুন্দর সব পণ্য। চমৎকার সব প্লেট, ডিশ। খাবার টেবিলের সামগ্রী। ক্রেতারা বিমুগ্ধ চোখে দেখছেন এসব টেবিলওয়্যার। চীনের কুয়াংতোং প্রদেশের কুয়াংচৌ শহরে চলছে ১৩৫তম চায়না আমদানি রপ্তানি মেলা। এই মেলা ক্যান্টন মেলা নামে বেশি পরিচিত। মেলার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে সম্প্রতি। মেলার দ্বিতীয় পর্বের প্রতিপাদ্য হলো মানসম্মত গার্হস্থ জীবন বা কোয়ালিটি হোম লাইফ। মেলায় তিনলাখের বেশি নতুন পণ্য ২ লাখ ১০ হাজার সবুজ ও নিম্নকার্বন পণ্য এবং ৩০ হাজার স্মার্ট ডিভাইস রয়েছে।

৫ লাখ ১৫ হাজার প্রদর্শনী এলাকা এবং ১৫টি জোন জুড়ে চলছে মেলা। রয়েছে ২৪ হাজার ৬শর বেশি বুথ। ৯হাজার ৮২০টি কোম্পানি অংশ নিচ্ছে দ্বিতীয় পর্বে।

এখানে রয়েছে গৃহস্থালি পণ্য, শোপিস, উপহারসামগ্রী, গৃহ নির্মাণ সামগ্রী, আসবাবপত্রসহ বিচিত্র সব পণ্য যা জীবনযাত্রাকে আরও সহজ এবং নান্দনিক করে তুলতে পারে।

ক্যান্টন ফেয়ারের এই পর্বে এগারোশর বেশি কোম্পানি নতুনভাবে প্রদর্শক হিসেবে আত্মপ্রকাশ করেছে।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn