বাংলা

‘বিজনেস টাইম’ পর্ব- ০৮

CMGPublished: 2024-04-12 19:27:22
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদের গনি জানান

‘কক্সবাজারের বায়ু বিদ্যুৎ প্রকল্পের হাত ধরেই চীনের নবায়নযোগ্য প্রযুক্তির সঙ্গে পরিচিত হয়েছে বাংলাদেশ। নবায়নযোগ্য জ্বালানি উৎসের ক্ষেত্রে চীন ও বাংলাদেশের মধ্যে সহযোগিতার সম্পর্ক আরও উন্নত করেছে এই প্রকল্প।‘

৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন দেশের সবচেয়ে বড় বায়ু বিদ্যুৎ প্রকল্পটিতে রয়েছে ২২টি টারবাইন। ৫০০ ফুট উঁচু উইন্ড টারবাইনের প্রত্যেকটিতে রয়েছে ৩টি পাখা। পাখাগুলোর দৈর্ঘ্য ২০০ ফুটের বেশি। বাতাসের শক্তিতে ঘুরবে পাখা, আর পাখার কারণে ‍ঘুরবে টারবাইন, তৈরি হবে শতভাগ পরিবেশবান্ধব বিদ্যুৎ।

।। প্রতিবেদন: আফরিন মিম

।। সম্পাদনা: ফয়সল আবদুল্লাহ

প্রযোজনা ও উপস্থাপনা - শাহানশাহ রাসেল

অডিও সম্পাদনা- নাজমুল হক রাইয়ান

সার্বিক তত্ত্বাবধান- ইউ কুয়াং ইউয়ে আনন্দী

首页上一页123 3

Share this story on

Messenger Pinterest LinkedIn