চলতি বাণিজ্য পর্ব ৩১
বন্দরের তথ্য বলছে, এসব পণ্য নিয়ে চীন থেকে মালবাহী ট্রেন পোল্যান্ডের মালাশেউইচে বন্দরে পৌছে দেবে। চীনের কাস্টমস জানায়, চলতি বছরের আগস্ট মাসে ৪ হাজারতম মালবাহী ট্রেন ছেড়ে গেছে এই মালাশেউইচে বন্দরের উদ্দেশ্যে।
আলাশঙ্কোও বন্দর কর্তৃপক্ষ জানায়, চলতি বছরের শুরু থেকে রেল পরিচালনার ক্ষেত্রে নানা রকম সংস্কার ও উন্নয়ন কার্যক্রম চালাচ্ছে চায়না রেলওয়ে উরুমচি ব্যুরো। বিশেষ করে এই রেলওয়ে স্টেশন থেকেই টিকেট উৎপাদন, পরিবর্তন এমনকি বদল করার নানা কার্যক্রম পরিচালনা করছে তারা।
ওয়াং ওয়েই, কাস্টমস কর্মী, আলাশঙ্কোও কাস্টমস
“কাস্টমস ক্লিয়ারন্স প্রক্রিয়া সহজ করার জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। বিশেষ করে সেবার মান বাড়ানো, সেবাগ্রহীতাদের অ্যাপয়েন্টমেন্ট সহজ করা, কার্গো তালিকা ক্লাসিফিকেশন করার কাজ করার কাজও করছি আমরা। আবার স্টেশনেই কাস্টমস ক্লিয়ারেন্স করার জন্য দ্রুততম সময়ের এক্সপ্রেস সেবা নিয়েও কাজ করছি আমরা।“
এখান থেকে বিদেশগামী একটি ট্রেন ছেড়ে যাওয়ার যাবতীয় কার্যক্রম এখন শেষ করা যায় মাত্র ২০ মিনিটে। অন্যদিকে বিদেশ থেকে চীনে প্রবেশ করার জন্য ট্রেনগুলোকে সর্বোচ্চ ১ ঘণ্টা অপেক্ষা করতে হয় এখানে।
ইয়াং রুই, উপ-পরিচালক, আলাশঙ্কোও স্টেশন