চলতি বাণিজ্য পর্ব ৩১
চীন ও চীনের বাইরের দুনিয়ার ‘ব্যবসা-অর্থনীতি-বানিজ্যের হালচাল নিয়ে সাপ্তাহিক অনুষ্ঠান
‘চলতি বাণিজ্য’
চলতি বাণিজ্যের ৩১তম পর্বে থাকছে:
১. চীন-ইউরোপ ৩০ শতাংশ মালামাল পরিবহন হয় যে বন্দর দিয়ে
২. যৌথ বিনিয়োগে এসইএমপি-টিসিএল
৩. চীনের সাংহাইতে এনার্জি স্টোরেজ প্ল্যান্ট স্থাপন করছে টেসলা
চীন-ইউরোপ ৩০ শতাংশ মালামাল পরিবহন হয় যে বন্দর দিয়ে
সাজিদ রাজু, চীন আন্তর্জাতিক বেতার: চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াংয়ের অন্যতম বন্দর আলাশাঙ্কোও। চীনের সঙ্গে ইউরোপের মালবাহী ট্রেন চলাচলের গুরুত্বপূর্ণ স্থলবন্দর এটি। চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট ৪ হাজার মালবাহী ট্রেন চলাচলের রেকর্ড করেছে এই বন্দর। বন্দর কর্তৃপক্ষ বলছে, চীন-ইউরোপ ট্রেন চলাচলের ৩০ শতাংশই হয় এই রুট ব্যবহার করে।
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াংয়ের আলাশাঙ্কোও বন্দর। এখান থেকেই আফগানিস্তান, পাকিস্তান ও রাশিয়া হয়ে চীনের সঙ্গে সংযোগ স্থাপিত হয়েছে মধ্য-এশিয়া থেকে শুরু করে ইউরোপের ২১টি দেশের। তাইতো চালু হওয়ার পর থেকেই ব্যস্ততায় ভরা এই বন্দর চলতি বছর মাইলফলক স্পর্শ করেছে।
বিশেষ করে চীনের পশ্চিমাঞ্চলের সঙ্গে মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করে দিয়েছে এই বন্দর। শুধু তাই নয়, চীনের সঙ্গে ইউরোপের কৌশলগত যোগাযোগ ও সহযোগিতার এক গুরুত্বপূর্ণ বন্দরও এটি। বন্দর কর্তৃপক্ষ জানায় চলতি বছর চীন-ইউরোপ ৪ হাজার মালবাহী ট্রেন চলাচলের রেকর্ড করেছে এই বন্দর। চীনের রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, এটি চীনের মালবাহী ট্রেন চলাচলের নতুন রেকর্ড।
বন্দর কর্তৃপক্ষ বলছে, চীন থেকে ইউরোপের বিভিন্ন দেশে যে মালবাহী ট্রেন চলাচল হয় তার ৩০ শতাংই হয় এই বন্দর ব্যবহার করে। বিশেষ করে চীন থেকে বিভিন্নরকম গাড়ির যন্ত্রাংশ, তৈরি পোশাক, নিত্য ব্যবহার্য জিনিসপত্র এবং দ্রব্য রফতানি হয় এসব দেশে।