‘লাগামহীন চিনির দাম, বিপাকে মানুষ’
কি বলছে সরকার
আগামি দু-একদিনের মধ্যে দেশে গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে চাহিদা অনুযায়ী চিনি উৎপাদন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। গ্যাস সরবরাহে অপ্রতুলতার কারণে চিনি উৎপাদন ঠিকভাবে হচ্ছে না বলে জানান তিনি।
“ যে সমস্যা আমরা পেয়েছি সেটি হলো গ্যাসের সাপ্লাই অপ্রতুলতার কারণে ৬৬ শতাংশের বেশি চিনি উৎপাদন করতে পারছে না। আশা করি দু-একদিনের মধ্যে গ্যাসের সাপ্লাই স্বাভাবিক হলে যে পরিমাণ চিনি দরকার তা উৎপাদন সম্ভব হবে” ।
সম্পাদনা- সাজিদ রাজু