বাংলা

বিশ্বের ৪০ শতাংশ সাইকেলের জোগান দিচ্ছে চীন

cmgPublished: 2022-10-14 18:42:46
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

হাবিবুর রহমান অভি, চীন আন্তর্জাতিক বেতার: সারা বিশ্বের বাইসাইকেল বাজারের প্রায় ৪০ শতাংশ চাহিদা পূরণ করে চীনের হেবেই প্রদেশের পিংসিয়াং কাউন্টি। এই কাউন্টিতেই গড়ে উঠেছে বাইসাইকেল তৈরির আড়াই হাজার প্রতিষ্ঠান। চীনের হেবেই প্রদেশের পিংসিয়াং স্থানীয় অর্থনীতি বিভাগ বলছে, একই ছাদের নিচে সব ধরনের সরঞ্জাম রাখার সুযোগ থাকায়, সাইকেল উৎপাদনেও গতি এসেছে। ফলে বিশ্বের বাইসাইকেলের বাজারে চীনা কোম্পানিগুলোর অবস্থান এখন বেশ পাকাপোক্ত। হাবিবুর রহমান অভির প্রতিবেদন।

এই ভাস্কর্যই বলে দেবে, আপনি আছেন বাইসাইকেলের নগরীতে।

বাইসাইকেল তৈরির জন্য বিশ্বব্যাপী বিখ্যাত চীনের হেবেই প্রদেশ। প্রদেশের পিংসিয়াং কাউন্টিতে ছোট বড় মিলিয়ে এখানে আছে প্রায় ২৬০০ বাইসাইকেল তৈরির প্রতিষ্ঠান। যেখান থেকে প্রতিবছর তৈরি করা হয় প্রায় ১০ মিলিয়ন বাই সাইকেল আর ৫০ মিলিয়ন বেবি ক্যারিজেস।

তং হংঝি, মহাব্যবস্থাপক, হেবেই ইলেকট্রিক টয় কোম্পানি

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn