‘চীনে সাইবার হামলার সঙ্গে জড়িত মার্কিন গোয়েন্দা সংস্থা’
পিয়ান লিয়াং, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, ছিহু থ্রি-সিক্সটি
“তারা প্রথমে আমাদের নেটওয়ার্কের দুর্বলতাগুলো খুঁজে বের করে এবং নেটওয়ার্ক ইকুইপমেন্ট বা আইপি এড্রেসে ভাইরাস ছড়িয়ে দেয়। এরপর সেই ভাইরাস আমাদের ডেটাবেসে প্রবেশ করে। এই অংশটুকু স্বয়ংক্রিয়ভাবেই হয়। কিন্তু এরপর থেকে এটি লুকিয়ে ডেটাবেসে দীর্ঘমেয়াদে অবস্থান করে এর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে এবং সুনির্দিষ্ট ডকুমেন্টস হাতিয়ে নেয়। এই পর্যায়ে এসে মানুষের অংশগ্রহণ জরুরি হয়ে পড়ে কারণ সে সিদ্ধান্ত নেয় যে কোন নথিটি যে চুরি করবে বা অপারেশন শেষে কোন কোন ডকুমেন্টস ধংস করবে। কাজেই বলা যায় পুরো প্রক্রিয়াটি একটি সেমি-অটোমেটিক।“
চায়না ন্যাশনাল কম্পিউটার ভাইরাস ইমার্জেন্সি রেসপন্স সেন্টার - সিভিইআরসি এবং ইন্টারনেট সিকিউরিটি কোম্পানি ছিহু থ্রি-সিক্সটির যৌথ উদ্যোগে এসব হামলা সনাক্ত করা হয়। সিভিইআরসি জানায়, প্রথমে স্বয়ংক্রিয় ভাইরাস ছড়িয়ে দেওয়া হয় নর্থওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সি’র কম্পিউটার নেটওয়ার্ক বা নির্দিষ্ট আইপি এড্রেসে। এরপর তা ডেটাবেসের নানা তথ্য হাতিয়ে নেয় অথবা ধংস করার চেষ্টা করে।
তু ছেনহুয়া, সিনিয়র ইঞ্জিনিয়ার, ন্যাশনাল কম্পিউটার ভাইরাস ইমার্জেন্সি রেসপন্স সেন্টার –সিভিইআরসি